নবদ্বীপের স্বেচ্ছাসেবী সংস্থা ইউথ অফ বেঙ্গল নবদ্বীপের একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এই সংস্থার সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী জানান, এর আগেও একাধিক জায়গায় আমরা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবক মূলক কাজ করে এসেছি। আজ স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের জাগরিত করার জন্যই আমাদের এই প্রয়াস। প্রসঙ্গত, জেলায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা। এর প্রধান কারণ সচেতনতার অভাব হলেই জানান থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর ইন্দ্রানী ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ বিধায়কের উপস্থিতিতে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির
জানা যায়, দুজন থ্যালাসেমিয়া বাহক বিয়ে করার পরে তাদের সন্তান হলে তখন সেই সন্তানের সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার। তিনি জানান, বিয়ের আগেই যদি একজন ছেলে ও মেয়ে তাদের থ্যালাসেমিয়ার পরীক্ষা করিয়ে নেন তাহলে তাদের পরবর্তী প্রজন্মকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া থেকে বাঁচানো সম্ভব। স্বাভাবিকভাবে এমন একটি সচেতনতামূলক শিবির নবদ্বীপ মেরিল্যান্ড স্কুলে আয়োজন করার ফলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরাও।
Mainak Debnath