TRENDING:

Nadia News: সৎ মায়ের অত্যাচারের বাড়ি ছাড়ল দশ বছরের নাবালিকা

Last Updated:

রানাঘাট স্টেশনএ উদ্দেশ্যবিহীনভাবে নাবালিকাকে ঘুরতে দেখে পুলিশ জিজ্ঞাসা করে জানতে পারে সৎ মায়ের অত্যাচারে বাড়ি থেকে পালায় সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: সৎ মায়ের অত্যাচারে বাড়ি ছাড়ল দশ বছরের নাবালিকা। সূত্রের খবর অনুযায়ী মালদহের দক্ষিণ আলীনগরের বাসিন্দা সাবিনা খাতুনের সঙ্গে রাজেশ শেখের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। তাদের তিন সন্তান রয়েছে বর্তমানে। জানা যায় রাজেশ শেখ পুনরায় বিবাহ করে। রাজেশ শেখ তার দ্বিতীয় পক্ষের স্ত্রী মিনু ঘোষকে সঙ্গে নিয়ে কর্মসূত্রে কলকাতায় থাকে। বর্তমানে কলকাতায় সে একটি সিকিউরিটি গার্ডের চাকরি করে বলে জানা যায়। রাজেশ শেখ ও তার বর্তমান স্ত্রী মেনু ঘোষের সাথেই রাজেশ শেখের প্রথম পক্ষের স্ত্রীর দুই সন্তানকে নিয়ে তারা থাকে এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে তার তৃতীয় সন্তান থাকে বর্তমানে।
advertisement

আরও পড়ুন Arpita Mukherjee| Last Instagram Post: কথা এক, কাজ আরেক! গ্রেফতারের ঠিক আগেই শেষ ইনস্টা-পোস্টের বার্তায় চেনা দায় অর্পিতাকে

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, ওই দুই সন্তানের বাবা কাজে চলে গেলে পরে তাদের সৎমা ওই দুই সন্তানকে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। এমনকি পুলিশ সূত্রে জানা যায় তাদের সৎ মা ওই দুই সন্তানকে প্রাণে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিত। এবং সেই কারণেই সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরেই সৎ মায়ের হাত থেকে রেহাই পেতে রাজেশ শেখের ১০ বছরের মেয়ে উদ্দেশ্যহীন ভাবে ট্রেনে করে রওনা দেয়।

advertisement

এরপরেই রানাঘাট স্টেশনে একজন কিশোরীকে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে রানাঘাট রেল পুলিশ। পুলিশের সন্দেহ হতেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে এবং তখনই সেই মেয়েটি পুলিশের কাছে সব কথা খুলে বলে। এরপরেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং তারা চাইল্ডলাইনে খবর দেয়। পাশাপাশি পুলিশ চেষ্টা চালায় মেয়েটির বাবা-মায়ের সাথে যোগাযোগ করার। এরপর চাইল্ড লাইনের প্রতিনিধিরা এসে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করেন এরপর তাকে উদ্ধার করে সুরক্ষিত হোমে নিয়ে যান।

advertisement

View More

আরও পড়ুন Father Selling Daughter: টাকার বিনিময় নিজের মেয়েকে বিক্রি করার অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে!

এর আগেও নদিয়া জেলা থেকে একাধিকবার নাবালক শিশুদের উদ্ধার করা হয়। বেশিরভাগ সময় অভিযোগ এসেছে বাবা-মায়ের তাদের সন্তানদের প্রতি অবহেলার কারণেই মাঝেমধ্যেই এই সমস্ত ঘটনা ঘটতে দেখা যায়। মনোবিদরা মনে করছেন বর্তমান ব্যস্ততম দুনিয়ায় বাবা মায়েদের উচিৎ নিজেদের কাজের পাশাপাশি তাদের সন্তানদের প্রতি ও যত্নশীল হওয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সৎ মায়ের অত্যাচারের বাড়ি ছাড়ল দশ বছরের নাবালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল