পুলিশ সূত্রে খবর অনুযায়ী, ওই দুই সন্তানের বাবা কাজে চলে গেলে পরে তাদের সৎমা ওই দুই সন্তানকে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। এমনকি পুলিশ সূত্রে জানা যায় তাদের সৎ মা ওই দুই সন্তানকে প্রাণে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিত। এবং সেই কারণেই সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরেই সৎ মায়ের হাত থেকে রেহাই পেতে রাজেশ শেখের ১০ বছরের মেয়ে উদ্দেশ্যহীন ভাবে ট্রেনে করে রওনা দেয়।
advertisement
এরপরেই রানাঘাট স্টেশনে একজন কিশোরীকে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে রানাঘাট রেল পুলিশ। পুলিশের সন্দেহ হতেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে এবং তখনই সেই মেয়েটি পুলিশের কাছে সব কথা খুলে বলে। এরপরেই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং তারা চাইল্ডলাইনে খবর দেয়। পাশাপাশি পুলিশ চেষ্টা চালায় মেয়েটির বাবা-মায়ের সাথে যোগাযোগ করার। এরপর চাইল্ড লাইনের প্রতিনিধিরা এসে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করেন এরপর তাকে উদ্ধার করে সুরক্ষিত হোমে নিয়ে যান।
আরও পড়ুন Father Selling Daughter: টাকার বিনিময় নিজের মেয়েকে বিক্রি করার অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে!
এর আগেও নদিয়া জেলা থেকে একাধিকবার নাবালক শিশুদের উদ্ধার করা হয়। বেশিরভাগ সময় অভিযোগ এসেছে বাবা-মায়ের তাদের সন্তানদের প্রতি অবহেলার কারণেই মাঝেমধ্যেই এই সমস্ত ঘটনা ঘটতে দেখা যায়। মনোবিদরা মনে করছেন বর্তমান ব্যস্ততম দুনিয়ায় বাবা মায়েদের উচিৎ নিজেদের কাজের পাশাপাশি তাদের সন্তানদের প্রতি ও যত্নশীল হওয়া।
Mainak Debnath