ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের একটাই মাধ্যম বৈদ্যপুর প্রাইমারি ও হাইস্কুল। পাশাপাশি ওই রাস্তা দিয়েই প্রচুর মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই স্কুলে ঢোকার মুখে রাস্তার বেশ খানিকটা অংশ জলে ভরে থাকে। সামান্য বৃষ্টি হোক বা ভারি বর্ষণ সবেতেই একই অবস্থা। স্কুল কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনরকম কোন ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুনঃ কম্পিউটার সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণা! অবশেষে সিআইডির হাতে গ্রেফতার
advertisement
অন্যদিকে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক কারণে ওই রাস্তা হয়নি। ইতিমধ্যে তাদের পঞ্চায়েতের শিডিউলে রয়েছে অবিলম্বে সেই রাস্তা তৈরি করা হবে। অভিভাবকরা জানান, জমা জল থাকার কারণে প্রচুর ছাত্র ছাত্রী স্কুলে আসতে পারছে না পাশাপাশি শিক্ষিকারা স্কুলে ঢোকার মুখে জল জমে থাকায় তারাও সমস্যায় পড়েছেন।
আরও পড়ুনঃ অভাবনীয়! গাছের উপর ঘর বানিয়ে ১৭ বছর ধরে রয়েছেন নবদ্বীপের এই সাধু!
কিন্তু দীর্ঘদিন এই সমস্যা চলার পরও বারবার অভিযোগ করলেও পঞ্চায়েত বা স্কুল কর্তৃপক্ষ কারো কোন হেলদোল নেই। ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে এটা দীর্ঘদিনের সমস্যা। স্কুলের সামনের গেটে জল জমে থাকায় তারা স্কুলে আসতে পারছে না। কোন কোন সময় জল কাদায় তাদের ইউনিফর্ম নষ্ট হয়ে যাচ্ছে। সাইকেল থেকে পড়ে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। কোন উপায় না থাকায় ওই অবস্থায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। তার ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনায়, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।
Mainak Debnath