এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক পাইকারি ব্যবসায়ীরা। সেই কারণেই কৃষ্ণগঞ্জ ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডাকা হল একটি আলোচনা সভার। কৃষ্ণগঞ্জ ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে। তাদের দাবি অবিলম্বে পাইকারি হাট চালু করতে হবে এবং তার পাশাপাশি হাটের সময়সূচী বদলাতে হবে।
advertisement
আরও পড়ুনঃ কাজ দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ
এছাড়াও হাটে খুচরা মাল বিক্রয় বন্ধ করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হাট চালু ও বন্ধ করতে হবে, হাটের মধ্যে এটিএম মেশিন ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে, এবং প্রত্যেক বিক্রেতাকে আইকার্ডের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি নিয়েই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে তারা ডেপুটেশন জমা দিল এই দিন।
আরও পড়ুনঃ শুনছেন না কেউ! বাজারে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ প্লাস্টিক
হাতে প্ল্যাকার্ড ঝুলিয়ে ব্যানার সাথে নিয়ে মাইকিং করতে করতে এদিন বেশকিছু ব্যবসায়ীরা পঞ্চায়েত সমিতিতে এলেন ডেপুটেশন জমা দিতে। এবং তারা আশা রাখছেন তাদের সমস্যাগুলির সমাধান করে সুষ্ঠুভাবে হাট পরিচালনা করা হবে নদিয়ার মাঝদিয়ায়।
Mainak Debnath