Nadia: কাজ দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সাধারণ মানুষকে কাজ দেওয়ার নাম করে টাকা নিয়ে লোপাট এক ব্যক্তি। এদিন তাকে পুলিশের হাতে তুলে দিল প্রতারিত ব্যক্তিরা।
#শান্তিপুর : সাধারণ মানুষকে কাজ দেওয়ার নাম করে টাকা নিয়ে লোপাট এক ব্যক্তি। এদিন তাকে পুলিশের হাতে তুলে দিল প্রতারিত ব্যক্তিরা। সাধারণ মানুষকে কাজ দেবে বলে লাখ লাখ টাকা নিয়ে বেপাত্তা এক ব্যক্তি। ঘটনাটি শান্তিপুর মৌচাক কলোনী এলাকার। প্রতিবেশী সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম গৌতম ভদ্র। এক ব্যক্তির অভিযোগ মেয়ের বিয়ের নাম করে তার কাছ থেকে টাকা নিয়েছে ওই ব্যক্তি। অভিযোগ পাঁচ লাখ টাকা নিয়েছে প্রতিবেশী ওই ব্যক্তির কাছ থেকে। কয়েকজন আবার অভিযোগ করেন তাঁতের কাপড় নিয়ে ৩০০ টাকার জায়গায় ২০০ টাকা বিল দিত আর ১০০ টাকা রেখে দিত গৌতম ভদ্র।
এইভাবেই অনেকের কাছ থেকে টাকা নিয়েছে সে। কারও কাছ থেকে পাঁচ লাখ, কারও কাছ থেকে ১২ লাখ, আবার কারও কাছে আড়াই লাখ, এইভাবে টাকা নিয়েছে বলে অভিযোগ করেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা। তাদের অভিযোগ এইভাবে টাকা নিয়ে প্রায় দুই কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছিল গৌতম ভদ্র। সাধারণ মানুষ অভিযোগ করেন গৌতম ভদ্র তাদের টাকা মেরে বাড়ি করেছে, গাড়ি করেছে।
advertisement
আরও পড়ুনঃ পাইকারি দামে মিলছে খুচরো মাল! সমস্যায় ব্যবসায়ীরা
সাধারণ মানুষের টাকা মেরে তিনি দমদমে ফ্ল্যাট বাড়িও কিনেছে। গৌতম ভদ্র পাবলিকের টাকা দিয়ে নিজের জামাইকে গাড়ি কিনে দিয়েছে পর্যন্ত অভিযোগও এসেছে। এদিন গৌতম ভদ্র বাড়ি এলে সাধারণ মানুষ ভিড় জমায় তার বাড়িতে। সাধারণ মানুষ দাবি করে কেন তাদের টাকা নিয়ে সে বেপাত্তা হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুনছেন না কেউ! বাজারে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ প্লাস্টিক
সাধারণ মানুষের অভিযোগ সে কেন তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এইরকম একটি জঘন্য কাজ করল। স্থানীয়দের দাবি গৌতম ভদ্রের অনেক সম্পত্তি রয়েছে। তাকে প্রতারিত সমস্ত ব্যক্তিদের টাকা ফিরিয়ে দিতে হবে। তাদের দাবি তারা যেন তাদের কষ্টের টাকা ফিরে পায়। জানা যায় প্রতারিত ব্যক্তিরা থানায় গৌতম ভদ্রের নামে অভিযোগ করে অনেক আগেই। এদিন গৌতম ভদ্র বাড়ি এলে তাকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ মানুষ।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
August 20, 2022 3:25 PM IST