Nadia: পাইকারি দামে মিলছে খুচরো মাল! সমস্যায় ব্যবসায়ীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মাজদিয়া কৃষ্ণগঞ্জ কৃষাণ মান্ডিতে শুরু করা হয়েছিল প্রতি মঙ্গলবার দিন পাইকারি বস্ত্র ও কাপড়ের হাটের। এর ফলে উপকৃত হয়েছিল একাধিক ব্যবসায়ীরা।
#নদিয়া : মাজদিয়া কৃষ্ণগঞ্জ কৃষাণ মান্ডিতে শুরু করা হয়েছিল প্রতি মঙ্গলবার দিন পাইকারি বস্ত্র ও কাপড়ের হাটের। এর ফলে উপকৃত হয়েছিল একাধিক ব্যবসায়ীরা। চালু হওয়ার কিছুদিনের মধ্যেই জমে উঠেছিল মাজদিয়ার হাট। বহুদূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা আসছে এই হাটে বেচাকেনা করতে। তবে কিছুদিন যেতে না যেতেই হাটের বেশকিছু ব্যবসায়ীরা লক্ষ্য করেছেন একটি সমস্যা। তারা অভিযোগ তুলেছেন বেশ কিছু ব্যবসায়ী পাইকারি দামেই খুচরা মাল বিক্রি করে দিচ্ছেন খরিদ্দার এর কাছে।
এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক পাইকারি ব্যবসায়ীরা। সেই কারণেই কৃষ্ণগঞ্জ ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ডাকা হল একটি আলোচনা সভার। কৃষ্ণগঞ্জ ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে। তাদের দাবি অবিলম্বে পাইকারি হাট চালু করতে হবে এবং তার পাশাপাশি হাটের সময়সূচী বদলাতে হবে।
advertisement
advertisement
এছাড়াও হাটে খুচরা মাল বিক্রয় বন্ধ করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হাট চালু ও বন্ধ করতে হবে, হাটের মধ্যে এটিএম মেশিন ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে, এবং প্রত্যেক বিক্রেতাকে আইকার্ডের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি নিয়েই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে তারা ডেপুটেশন জমা দিল এই দিন।
advertisement
আরও পড়ুনঃ শুনছেন না কেউ! বাজারে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ প্লাস্টিক
হাতে প্ল্যাকার্ড ঝুলিয়ে ব্যানার সাথে নিয়ে মাইকিং করতে করতে এদিন বেশকিছু ব্যবসায়ীরা পঞ্চায়েত সমিতিতে এলেন ডেপুটেশন জমা দিতে। এবং তারা আশা রাখছেন তাদের সমস্যাগুলির সমাধান করে সুষ্ঠুভাবে হাট পরিচালনা করা হবে নদিয়ার মাঝদিয়ায়।
Mainak Debnath
Location :
First Published :
August 20, 2022 3:25 PM IST