নদিয়ার বিখ্যাত তীর্থক্ষেত্র নবদ্বীপের গানতলা মোড় এলাকার বেশ কিছু স্কুল পড়ুয়াকে এভাবেই সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে। সেখানে স্কুল পড়ুয়াদের সামাজিক সংগঠন আয়োজন করল এক বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি তারা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দিল পঠন-পাঠনের প্রয়োজনীয় সামগ্রী।
আরও পড়ুন: বিপদ ঘন্টি বাজলেই টোটো অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ির দোরগোড়ায় হাজির জিতেন
advertisement
আয়োজক সংগঠনের তরফে বলা হয়, তারা প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ পড়ে সপ্তম শ্রেণিতে, কেউবা নবম, কেউ আবার একাদশ শ্রেণিতে পড়ে। মূলত করোনা কালে সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্যে এই সংগঠন তৈরি হয়েছিল। তারপর থেকেই বিভিন্ন সময়ে সাধ্য মতো নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।
বর্তমানে তীব্র দাবদাহে সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে আয়োজন করা হয় এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই সঙ্গে স্কুল পড়ুয়াদের এই সংগঠন প্রায় শতাধিক পড়ুয়ার হাতে পঠন পাঠনের নানান সামগ্রী তুলে দেয়। ছোট ছোট স্কুল পড়ুয়াদের এই মানবিক উদ্যোগ দেখে খুশি সকলে।
মৈনাক দেবনাথ