Immersive Theatre: ভারতে দেখা যায় না বললেই চলে! ইমার্সিভ থিয়েটার, শান্তিপুরে ঘুরে ঘুরে দর্শকরা উপভোগ করলেন শেক্সপিয়ারের কঠিন নাটক সহজভাবে

Last Updated:

Nadia Immersive Theatre: স্বনামধন্য সাহিত্যিক ও নাট্যকার উলিয়াম শেক্সপিয়ারের নাটক মানেই সাধারণত বুদ্ধিজীবী মহলে গভীর ভাবনা, জটিল সংলাপ ও কঠিন উপস্থাপনার এক অনন্য সংমিশ্রণ।

+
নাটকের

নাটকের সকল কলাকুশলীরা একসঙ্গে

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: স্বনামধন্য সাহিত্যিক ও নাট্যকার উলিয়াম শেক্সপিয়ারের নাটক মানেই সাধারণত বুদ্ধিজীবী মহলে গভীর ভাবনা, জটিল সংলাপ ও কঠিন উপস্থাপনার এক অনন্য সংমিশ্রণ। কিন্তু নদিয়ার শান্তিপুরে সম্পূর্ণ ভিন্ন ধারায় শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করে তাক লাগিয়ে দিল রাজ্যে সুপরিচিত শান্তিপুরের নাট্যদল সংস্কৃতিক। নাট্যনির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়ের কথায়, “এই নাটকটি একেবারে জলের মতো সহজ করে উপস্থাপন করাই ছিল আমাদের মূল লক্ষ্য।” এই অভিনব নাট্যপ্রয়াসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর মঞ্চভাবনা।
শান্তিপুরের বনকুঞ্জ–কে পুরোপুরি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে নাটকের পরিসর। এখানে কোনও নির্দিষ্ট মঞ্চ নেই। বরং গোটা বনাঞ্চলই পরিণত হয়েছে এক চলমান থিয়েটারে। দর্শকদের জন্য নির্দিষ্ট আসন থাকলেও নাটক উপভোগ করতে হয়েছে ঘুরে ঘুরে। অভিনেতারা কখনও গাছের ডালে, কখনও মাটির উপর, আবার কখনও বাড়ির ছাদ থেকে সংলাপ ও অভিনয় পরিবেশন করেছেন সাবলীল ভঙ্গিতে।
advertisement
advertisement
নাট্যনির্দেশক কৌশিক চট্টোপাধ্যায় জানান, এই ধরনের ‘ইমার্সিভ’ বা চলমান থিয়েটার ভারতবর্ষে খুব কমই দেখা যায়। তিনি বলেন, “বিদেশে এই ধরণের নাট্যরূপায়ণের কথা শুনেছি বা কিছুটা উপলব্ধি করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে, বিশেষ করে নদিয়ার শান্তিপুরে, এই প্রথম আমরা এমন একটি প্রয়াস করলাম।” তাঁর মতে, নাটককে মানুষের কাছে আরও সহজ ও জীবন্ত করে তুলতেই এই ভাবনার জন্ম। আলো ও শব্দ পরিকল্পনাও ছিল নাটকের আরেকটি উল্লেখযোগ্য দিক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আলো ও শব্দের ব্যবহার নাটকের আবহকে আরও গভীর করেছে। রাতের অন্ধকার, গাছের ছায়া ও কৃত্রিম আলোর মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনন্য দৃশ্যমান অভিজ্ঞতা, যা দর্শকদের মুগ্ধ করেছে। দর্শকদের প্রতিক্রিয়াও ছিল অত্যন্ত ইতিবাচক। অনেকেই জানিয়েছেন, এই ধরনের চলমান থিয়েটার ভারতের বুকে প্রায় দেখা যায় না। তাঁদের মতে, এত বড় একটি বনকুঞ্জকে সম্পূর্ণভাবে থিয়েটারের পরিসরে রূপান্তরিত করা এক ঐতিহাসিক ও সাহসী উদ্যোগ। শান্তিপুরের এই নাট্যপ্রয়াস প্রমাণ করল, সঠিক ভাবনা ও সৃজনশীলতায় থিয়েটার তার চিরাচরিত গণ্ডি পেরিয়ে নতুন দিগন্তে পৌঁছতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Immersive Theatre: ভারতে দেখা যায় না বললেই চলে! ইমার্সিভ থিয়েটার, শান্তিপুরে ঘুরে ঘুরে দর্শকরা উপভোগ করলেন শেক্সপিয়ারের কঠিন নাটক সহজভাবে
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement