Owl Rescue: জালে আটকে প্রাণ ওষ্ঠাগত! ছুটে এলেন স্থানীয়রা, দলুয়া খাঁকিতে ছটফট করা বিরল প্রজাতির পেঁচার প্রাণ বাঁচিয়ে হিরো গ্রামবাসীরা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas Owl Rescue: এলাকার যুবকের তৎপরতায় প্রায় দু'কেজি ওজনের একটি পেঁচা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল তারা। ঘটনাটি জয়নগর থানা এলাকার জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলে দলুয়া খাঁকি গ্রামে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গ্রাম বাংলা-সহ সব জায়গাতেই হুতোম পেঁচা দেখা যেত, এখন মাঝে মধ্যে দেখা গেলেও বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা এখন বিলুপ্তির পথে। এরা রাতে বিচরণ করে বলে নিশাচর পাখি বলা হয়। সন্ধ্যা কিংবা রাতে এ পাখির ডাক শোনা যায়। গুরুগম্ভীর ডাক শুনে অনেকেই পেঁচাকে অশুভ প্রতীক বলে মনে করেন। তবে লক্ষ্মীর বাহন হিসেবে লক্ষ্মী পেঁচাকে শুভ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। (ছবি ও তথ্য: সুমন সাহা)







