রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়া জেলার নবদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। গৌরাঙ্গ সেতুর নীচে গঙ্গার এক কোণে ভাসমান অবস্থায় একটি মৃত সদ্যোজাত শিশুকে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন বাসিন্দা গঙ্গার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ মৃত সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটি কী ভাবে গঙ্গার ধারে এল, তার পরিচয় কী, এসব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে কারা জড়িত খোঁজার চেষ্টা করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ভোটের মুখে শুধু বন্দে ভারত নয়, অমৃত ভারত-সহ একগুচ্ছ ট্রেন পাচ্ছে বাংলা! রইল তালিকা
অন্য দিকে, সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পরিবারের অভিযোগ, প্রসূতি কেমন আছে তা জানানো হয়নি হাসপাতাল তরফে। এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। উত্তেজিত রোগীর পরিবারের লোকজন হাসপাতালের ওয়ার্ডে ঢুকে পড়ার চেষ্টা করে। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, রিষড়া ১১ নম্বর ওয়াডের বাঙুর পার্ক ২ নং রেল গেটের বাসিন্দা রীনা দেবী গত ৯ জানুয়ারি তারিখ রাতে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পুত্র সন্তানের জন্ম দেন। সেদিন রাতেই মারা যায় সদ্যজাত সন্তান। কাল বিকেলে শিশুর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল। কিন্তু প্রসূতি মহিলা কেমন আছেন তা জানানো হয়নি। পরিবারের অভিযোগ, সময়ে সিজার করেনি হাসপাতাল। তাই শিশুকে বাঁচানো যায়নি।
