শিবনিবাস মন্দির ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্ভুক্ত রয়েছে। গোটা শ্রাবণ মাস জুড়েই প্রশাসনের ভূমিকা ছিল তৎপর। সমস্ত রকম দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং ভক্তরা যাতে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পুজো দিতে পারেন সেই দিকে প্রশাসনের সবসময় ছিল লক্ষ্য। রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে এই শিব নিবাস মন্দিরের রয়েছে এক কাহিনী।
advertisement
আরও পড়ুনঃ লোকালের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে ওঠায় মারধরের অভিযোগ টিটি'র বিরুদ্ধে
জানা যায় শত্রুদের আক্রমণের থেকে রক্ষা পেতে রাজা কৃষ্ণচন্দ্র একবার কৃষ্ণগঞ্জের মাজদিয়াতে এসে আশ্রয় নিয়েছিলেন। তখনই তিনি এই শিব নিবাস মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। এবং সেই থেকে এখনও পর্যন্ত ভক্তিসহকারে প্রতিবছর পূজো হয়ে আসছে এই মন্দিরে।
আরও পড়ুনঃ শুনছেন না কেউ! বাজারে হানা দিয়ে উদ্ধার নিষিদ্ধ প্লাস্টিক
বিশেষত শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সমাজের একাধিক বিশিষ্ট মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা-নেত্রীরাও এই শিব নিবাস মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন। এশিয়ার দ্বিতীয় শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরের জন্যে গর্বিত গোটা নদিয়াবাসী।
Mainak Debnath