TRENDING:

Nadia News: গাছ এবং পরিবেশকে রক্ষা করতে এবার পথে নামল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

Last Updated:

প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তেহট্টে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করল পদযাত্রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: গাছের প্রাণ বাঁচাতে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগ। গাছ কাটার বিরুদ্ধে লড়াই করার সাধ্য নেই খুদে পড়ুয়াদের তবে তাদের সচেতন করতে সেই স্থানে গাছ লাগান চলবে আগামীতে। চারিদিকে যে ভাবে, দিনের পর দিন গাছের গোড়ায় আগুন ধরিয়ে, বড় বড় গাছ গুলোকে নষ্ট করা হচ্ছে, এগুলো বন্ধ করার প্রচেষ্টা নিয়ে মানুষের মধ্যে সচেতন মূলক বার্তা ছড়িয়ে দিতে নদিয়ার তেহট্ট নিমতলা বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে, একটি পদযাত্রা আয়োজন করা হয়। প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
advertisement

আরও পড়ুন: খোলা আকাশের নিচে শিশুদের পুষ্টিকর খাবার রান্না, ছাউনি করে দেওয়ার আশ্বাস প্রধানের

বর্তমান সময়ে মানুষ ক্রমাগত গাছ কেটে বন উজাড় করছে। নগরায়ন, শিল্পায়ন এবং চাহিদা পূরণের অজুহাতে প্রতিনিয়ত গাছ ধ্বংস করা হচ্ছে। অথচ গাছ আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, আমাদের জীবনে বহু উপকার করে থাকে। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন নিঃসরণ করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গাছ মাটির ক্ষয় রোধ করে, ঝড়-জলচ্ছ্বাসের সময় প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে এবং বৃষ্টিপাতের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া, গাছ পরিবেশকে ঠাণ্ডা রাখে, শব্দ দূষণ কমায় এবং বহু প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

তবুও আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি। এর ফলে জলবায়ু পরিবর্তন, খরা, অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্যের ধ্বংসের মতো ভয়াবহ পরিণতি দেখা দিচ্ছে। এখনই যদি আমরা সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনিশ্চিত পরিবেশ রেখে যাব। তাই প্রতিটি মানুষকে গাছ রক্ষা এবং বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: গাছ এবং পরিবেশকে রক্ষা করতে এবার পথে নামল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল