পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের বাড়ি কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে। অন্যজন হাঁসখালীর ময়ূরহাটের বাসিন্দা। দুই যুবকের মৃতদেহ কৃষ্ণগঞ্জ থানার মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কী কারণে দু’জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
উল্লেখ্য, দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে শীতের সকাল কিংবা রাত্রে কুয়াশাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনার প্রবণতা বেশি হয়ে যায়। এই সময়ে রাস্তাঘাটে কুয়াশার কারণে স্পষ্টভাবে চারপাশ দেখা যায় না। তার উপর দ্রুত গাড়ি কিংবা মোটরসাইকেল চালালে চালকের সেই গাড়ির উপর থেকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষ্ণগঞ্জেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বাইক চালক। এরপর সোজা গিয়ে পিলারে এবং গাছে ধাক্কা মারেন। প্রশাসন সূত্র মারফত জানা যাচ্ছে, বিগত এক মাসের মধ্যে মোটরসাইকেলে দুর্ঘটনায় জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।






