Nabadwip Temple: মাটির উনুনে কাঠের জ্বালে গঙ্গাজলে রান্না করা হয় পুজোর ভোগপ্রসাদ, নবদ্বীপে দেবী বিষ্ণুপ্রিয়া স্থাপিত মন্দিরে আজও শাশ্বত ঐতিহ্য ও প্রাচীনত্বের মেলবন্ধন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nabadwip Temple: এই মন্দিরেই মা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিগ্রহ ও চরণ পাদুকার সেবা করতেন
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার নবদ্বীপ ধাম মানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এক পবিত্র তীর্থভূমি। নবদ্বীপের মূল ও প্রাচীন মন্দির হিসেবে বিশেষভাবে পরিচিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বে সমৃদ্ধ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী। শুধু প্রতিষ্ঠাই নয়, দীর্ঘদিন ধরে এই মন্দিরের সেবা ও পুজোও তিনি নিজ হাতে পরিচালনা করতেন বলে মন্দির সূত্রে জানা যায়। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলেই ডানদিকে চোখে পড়ে মহাপ্রভুর প্রাচীন মন্দিরটি। এই মন্দিরেই বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিগ্রহ ও চরণ পাদুকার সেবা করতেন। বর্তমানে সেই প্রাচীন মন্দিরের সংস্কার কাজ চলছে, তবে তার ঐতিহ্য ও গুরুত্ব আজও অটুট। অপরদিকে, মন্দিরের প্রবেশপথের বাঁদিকে রয়েছে সিদ্ধ চৈতন্যদাস বাবাজি মহারাজের সমাধি মন্দির, যা ভক্তদের কাছে এক বিশেষ আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত।
আরও পড়ুন : মঙ্গলবার অঘ্রাণের সংক্রান্তিতে ইতুপুজোর উদযাপন, কৃষিপার্বণের সমাপন পালিত হবে বঙ্গজীবনের ঘরে ঘরে
ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর ভোগ রন্ধনের প্রাচীন ও ঐতিহ্যবাহী পদ্ধতি। মন্দিরের সভাপতি সুধীন গোস্বামী জানান, এই মন্দিরে আজও ভোগ রান্না করা হয় গঙ্গাজল দিয়ে এবং মাটির উনুনে কাঠের জ্বালে। আধুনিকতার ছোঁয়া এখানে ঢুকতে পারেনি ভোগরন্ধনে। সেখানে কোনও ভাবেই গ্যাসের উনুন ব্যবহার করা হয় না। মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত পরিবারগুলির ঘরের মহিলারাই ভোগ রান্নার দায়িত্ব পালন করেন।
advertisement
এই প্রাচীন রন্ধন প্রথা চলে আসছে আদিকাল থেকে, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর সময়কাল থেকেই। নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দির তাই শুধু একটি মন্দির নয়, বরং চৈতন্য পরম্পরার জীবন্ত ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবেই আজও ভক্তদের কাছে সমান শ্রদ্ধেয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
December 15, 2025 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabadwip Temple: মাটির উনুনে কাঠের জ্বালে গঙ্গাজলে রান্না করা হয় পুজোর ভোগপ্রসাদ, নবদ্বীপে দেবী বিষ্ণুপ্রিয়া স্থাপিত মন্দিরে আজও শাশ্বত ঐতিহ্য ও প্রাচীনত্বের মেলবন্ধন








