CM Mamata Banerjee: ক্যানসার আক্রান্ত রোগীর পাশে মুখ্যমন্ত্রী, রিলিফ ফান্ড থেকে অর্থসাহায্য নদিয়ার সোফিরাকে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে প্রায় এক লক্ষ টাকা হাসপাতালে ট্রান্সফার করে রাজ্য সরকার। অনেকটাই উপকৃত হয়েছে ওই পরিবার।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরের এক ক্যানসার আক্রান্ত পেশেন্টের পাশে নবান্ন। বিধায়ক মারফত মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে অর্থপ্রাপ্তির পর কিছুটা স্বস্তি। এভাবে অন্য জনপ্রতিনিধি কিংবা গভর্নর এগিয়ে আসলে বেঁচে যায় প্রাণ। নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রামের লাং ক্যানসার আক্রান্ত সোফিরা বিবির পাশে মুখ্যমন্ত্রীর অফিস নবান্ন থেকে সহযোগিতা বিধায়কের মাধ্যমে।
সোফিয়া বিবির পরিবার সূত্রে খবর, গত ছয় মাস আগে ধরা পরে ক্যানসার। এরপর ব্যাঙ্গালোরে মনিপাল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে চলে যান পরিবার। প্রতি মাসে প্রচুর পরিমাণে অর্থ খরচ হচ্ছে সোফিয়া বিবির চিকিৎসা জনিত কারণে। সহায় সম্পত্তি যা ছিল সবই প্রায় শেষ!
ছয় মাসে প্রায় ন’লক্ষ টাকা ওষুধ প্রয়োজন তিন মাস চালিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবার তারপরে এলাকারই সংখ্যালঘু নেতা রুস্তম শেখের সহযোগিতায় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়। তৎক্ষণাৎ পরিবারের কথা চিন্তা করে নবান্নতে যোগাযোগ করেন বিধায়ক।
advertisement
advertisement
আরও পড়ুন: স্পট জয়েনিং অফার! বসিরহাটে বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ, কবে ইন্টারভিউ জেনে আবেদন করুন
সেখান থেকেই মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে প্রায় এক লক্ষ টাকা মনিপাল হাসপাতালে ট্রান্সফার করে রাজ্য সরকার। এতে করে অনেকটাই উপকৃত হয়েছে ওই পরিবার। তবে তাঁরা জানাচ্ছেন গভর্নরের কাছেও লিখিতভাবে সাহায্যের জন্য যাওয়া হয়েছে।
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
তবে যেভাবে টাকা খরচা হচ্ছে তাতে করে চিকিৎসার জন্য আরও সাহায্যের প্রয়োজন। এক্ষেত্রে স্থানীয় সাংসদ এবং গভর্নর যদি একটু সহযোগিতা করে তাহলে আরও কিছুদিন চিকিৎসা করানো সম্ভব হবে। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যা আর্থিক সাহায্য পাওয়া গিয়েছে তাতে করে যথেষ্টই খুশি পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
December 15, 2025 6:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CM Mamata Banerjee: ক্যানসার আক্রান্ত রোগীর পাশে মুখ্যমন্ত্রী, রিলিফ ফান্ড থেকে অর্থসাহায্য নদিয়ার সোফিরাকে







