Job News: স্পট জয়েনিং অফার! বসিরহাটে বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ, কবে ইন্টারভিউ জেনে আবেদন করুন

Last Updated:

Job News: টেলিকলার, অফিস স্টাফ এবং ফাইনান্স ম্যানেজমেন্ট-- এই তিনটি পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। 

বেসরকারি প্রতিষ্ঠান অফিস
বেসরকারি প্রতিষ্ঠান অফিস
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বসিরহাটে বেসরকারি সংস্থায় কাজের সুযোগ, স্পটেই জয়েনিং। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমা এলাকায় চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বসিরহাটের দণ্ডিরহাট আমতলা এলাকায় অবস্থিত বেসরকারি সংস্থা ঘোষ এন্টারপ্রাইজ-এ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
স্থানীয় যুবক-যুবতীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে টেলিকলার, অফিস স্টাফ এবং ফাইনান্স ম্যানেজমেন্ট– এই তিনটি পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের ক্ষেত্রেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। পাশাপাশি, প্রার্থীদের ভাল কমিউনিকেশন স্কিল থাকা এবং দৈনন্দিন কাজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। একইসঙ্গে অভিজ্ঞ সম্পন্ন কর্ম প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
advertisement
আরও পড়ুন: নবম-দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ‌তালিকা প্রকাশ আজ, সব যোগ্য চাকরিহারার নাম কি থাকবে? অপেক্ষা শুরু
এই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম আকর্ষণ হল, নির্বাচিত প্রার্থীরা স্পটেই জয়েনিং-এর সুযোগ পাবেন। অর্থাৎ ইন্টারভিউয়ে নির্বাচিত হলেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যাবে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, নিজের বায়োডাটা সঙ্গে নিয়ে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
ইন্টারভিউয়ের স্থান বসিরহাটের দণ্ডিরহাট আমতলা এলাকার ঘোষ এন্টারপ্রাইজ কার্যালয়। স্থানীয় এলাকায় কাজের খোঁজে থাকা প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সময়মতো উপস্থিত হয়ে এই চাকরির সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News: স্পট জয়েনিং অফার! বসিরহাটে বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ, কবে ইন্টারভিউ জেনে আবেদন করুন
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement