TRENDING:

Nadia News: শান্তিপুরের তাঁতশিল্পে উন্নতির জোয়ার, শ্রীবৃদ্ধি ক্লাস্টারে বদলাতে চলেছে তন্তুজীবীদের জীবন! উচ্ছ্বসিত তাঁতিপাড়া

Last Updated:

Nadia News: নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের আর্থিক অনুকূল্যে এই গুরুত্বপূর্ণ ক্লাস্টার প্রকল্পের সূচনা করা হয়েছে বলেই জানিয়েছেন সমিতির সদস্যরা। এই উদ্যোগকে ঘিরে খুশির হাওয়া বইছে শান্তিপুরের তন্তুজীবী মহলে।
advertisement

এই ক্লাস্টারের আওতায় মোট ৫০৯ জন তন্তুজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২৩৪ জন পুরুষ তাঁতি এবং ২৭৫ জন মহিলালো্গো তন্তুজীবী রয়েছেন। এই সংস্থার মাধ্যমে শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতের শাড়ি সংগঠিতভাবে বাজারজাত করা হবে। ফলে একদিকে যেমন তাঁতিদের তৈরি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, তেমনই অন্যদিকে তন্তুজীবীদের জন্য তৈরি হবে স্থায়ী ও সম্মানজনক কর্মসংস্থানের পথ।

advertisement

আরও পড়ুন: সকালে পড়াশুনা, সন্ধে হলেই ফুচকার ঠেলা নিয়ে ব্যবসা! মেদিনীপুরের মুকেশের সংগ্রাম শুধু অনুপ্রেরণা নয়, চোখে আনে জলও

ক্লাস্টার প্রকল্পের মাধ্যমে তন্তুশিল্পীদের আধুনিকীকরণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ৯০ জন তন্তুশিল্পী নতুন হস্তচালিত তাঁত পেলেন। পাশাপাশি আরও ৯০ জন তাঁতিকে হস্তচালিত তাঁতের সহযোগী সরঞ্জাম হিসাবে সুতো পাকানো চরকা প্রদান করা হয়। এছাড়াও ৯০ জন তাঁতির জন্য জ্যাকার্ড মেশিন এবং আরও ৯০ জন তন্তুজীবীর জন্য জ্যাকার্ড মেশিনের সহযোগী সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। একটি স্বয়ংক্রিয় সুতো ঘোরানোর মেশিন দেওয়া হচ্ছে ক্লাস্টারকে এবং ৫৮ জন তাঁতিকে নতুন তাঁত ঘর করার জন্য আনুমানিক ৮০০০০ টাকা প্রদান করা হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রসঙ্গত, শান্তিপুর-ফুলিয়ার হস্তচালিত তাঁতের শাড়ি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও বর্তমানে এই শিল্প ধীরে ধীরে সংকটের মুখে পড়ছে। ভিন রাজ্যের সস্তা কাপড় বাজার দখল করে নেওয়ায় এবং অধিক পরিশ্রম ও সময়সাপেক্ষ কাজের তুলনায় লাভ কম হওয়ায় অনেকেই এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টারকে তাঁতিরা নতুন আশার আলো হিসেবেই দেখছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সরকারি আধিকারিকগণ এবং স্থানীয় প্রধানসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য শান্তিপুরের হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার তাঁতিরা। তাঁদের আশা, এই ক্লাস্টারের মাধ্যমে তন্তুজীবীদের আর্থিক ও সামাজিক অবস্থার যেমন উন্নতি ঘটবে, তেমনই আবার পুরনো ঐতিহ্য ফিরে পাবে শান্তিপুরের হস্তচালিত তাঁত শিল্প।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শান্তিপুরের তাঁতশিল্পে উন্নতির জোয়ার, শ্রীবৃদ্ধি ক্লাস্টারে বদলাতে চলেছে তন্তুজীবীদের জীবন! উচ্ছ্বসিত তাঁতিপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল