আরও পড়ুন: শরীরের সঙ্গে ঠিক রাখতে হবে মানসিক স্বাস্থ্য
মফস্বল থেকে শুরু করে গ্রাম, ছোট ছোট পুজোগুলোর সংস্কৃতিক অনুষ্ঠানে পাড়ার ছেলেমেয়েরা অংশ নিলেও তা সঞ্চালনার দায়িত্ব থাকে পেশাদার বাচিক শিল্পীদের উপর। বিভিন্ন পুজো মণ্ডপের ধারাভাষ্য, দোকান ও বিভিন্ন পণ্যের প্রচার এইসব কিছু কাজও সামলাতে হয় বাচিক শিল্পীদের।
advertisement
এই বিষয়ে কথা বলতে বেশ কিছু বাচিক শিল্পীর কাছে পৌঁছে যাই আমরা। সেখানেই জানা গেল, বেশিরভাগ বাচিক শিল্পী অন্য পেশার সঙ্গে জড়িত। তবে দুর্গাপুজোর আগে তাঁদের চাহিদা বাড়ে। ছোটবেলায় আগ্রহের বশে অনেকেই গান-আবৃত্তি শেখা শুরু করেছিলেন। পরে সেখান থেকেই এই পেশার সঙ্গে জড়িয়ে পড়া। চলতি বছর পুজোর আগে বেশ ভালই ব্যস্ততায় কাটছে দিন। এই শেষ মুহূর্তে এসে নাওয়া-খাওয়া ভুলে এক রেকর্ডিং স্টুডিও থেকে অন্য রেকর্ডিং স্টুডিও ছুটে বেড়াতে হচ্ছে বাচিক শিল্পীদের।
মৈনাক দেবনাথ





