খেলার আসর ছেড়ে তারা পালাতে গেলেও ধরা পড়ে যায় পুলিশের হাতে। জানা যায় তাহেরপুর থানার পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে সাতজন জুয়াড়িকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিদের নাম বিশ্বজিৎ ঘোষ, পরিতোষ ঘোষ, চন্দন সাহা, আকাশ কর্মকার, প্রশান্ত অধিকারী, মিলন সরকার ও রামকৃষ্ণ দাস। এছাড়াও জুয়ার আসর থেকে পুলিশ উদ্ধার করেছে ৪৩৪০ টাকা বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুনঃ নদীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন ব্যাপী কায়াক অভিযান
এছাড়াও রানাঘাট থানার পুলিশ একটি জুয়ার আসরে হানা দিয়ে পাঁচ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বাবলু মন্ডল, প্রেমচাঁদ প্রামাণিক, রাজু ঘোষ, পবন ঘোষ ও গোপাল ঘোষ। জুয়ার আসরে ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ২০,১১০ টাকা। ধৃতদের মঙ্গলবার রানাঘাট আদালতের তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, দিনের পর দিন লাগাম ছাড়া অনুপাতে বৃদ্ধি পাচ্ছে জুয়া খেলার প্রবণতা। জেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উঠে আসছে জুয়ার আসরের।
আরও পড়ুনঃ বিধায়কের উপস্থিতিতে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির
জেলার একাধিক থানায় অভিযোগ আসছে জুয়া খেলার আসরে। তবে পুলিশ প্রশাসনও রয়েছে অতি তৎপর। জুয়ার আসরের খবর পেয়েই সেই আসনে গিয়ে হানা দিচ্ছে পুলিশ প্রশাসন। এবং হাতেনাতে পাকড়াও করছে জুয়ারীদের। এর ফলে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জুয়া খেলার প্রবণতা।
Mainak Debnath