আরও পড়ুন: রাস্তা সম্প্রসারণের জন্য কাটা পড়বে কয়েকশো পুরনো গাছ, প্রতিবাদে সরব পরিবেশকর্মীরা
নবদ্বীপ মহাশ্মশানকে গোটা নদিয়া জেলার মানুষ মনে করেন এক পবিত্র স্থান। শুধুমাত্র নবদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এলাকাই নয়, অন্যান্য জেলা থেকেও বহু মানুষ নবদ্বীপ মহাশ্মশানে আসেন সৎকার করার জন্যে। সেই কারণে প্রতিদিনই নবদ্বীপ শ্মশানে প্রচুর দেহ দাহ করা হয়। এখানে মোট তিনটি বৈদ্যুতিক চুল্লি আছছ। পুরনো বৈদ্যুতিক চুল্লিতে এর আগে চিমনির কোনও ব্যবস্থা ছিল না। ফলে দেহ দহ করার পর তার ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়ে বায়ু দূষণ ঘটচ্ছিল। সেটা ঠেকাতেই উদ্যোগী হয় নবদ্বীপ পুরসভা।
advertisement
বায়ু দূষণের কথা মাথায় রেখেই নবদ্বীপ পুরসভা প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক চিমনি লাগিয়েছে নবদ্বীপ মহাশ্মশানে। স্বাভাবিকভাবেই এই চিমনি লাগানোর ফলে বায়ু দূষণের থেকে রেহাই পাবেন শ্মশান ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা।
মৈনাক দেবনাথ






