Howrah News: রাস্তা সম্প্রসারণের জন্য কাটা পড়বে কয়েকশো পুরনো গাছ, প্রতিবাদে সরব পরিবেশকর্মীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
উলুবেরিয়া থেকে পর্যটন কেন্দ্র গাদিয়াড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য কয়েকশো পুরনো গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, তারই প্রতিবাদে সরব পরিবেশকর্মীরা
হাওড়া: সবুজ ধ্বংসের প্রতিবাদে পথে পরিবেশকর্মীরা। রাস্তা সম্প্রসারণের জন্য কয়েকশো পুরনো গাছ কাটার সিদ্ধান্ত। আর তাতেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কপালে। পরিবেশ কর্মীরা জানিয়েছেন, এর ফলে বহু শতবর্ষের দোরগোড়ায় দাঁড়ানো গাছ কাটা পড়তে চলেছে। এতে পরিবেশের বিপুল ক্ষতি হবে। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।।
বর্তমানে হাওড়ার উলুবেরিয়া থেকে গাদিয়াড়ার দিকে যেতে কয়েক কিলোমিটার রাস্তার দু’পাশে বহু গাছের গায়ে কালো কালি দিয়ে নম্বর লেখা থাকতে দেখা যাবে। এই গাছগুলোই রাস্তা সম্প্রসারণের জন্য কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একসাথে এতো পুরনো গাছ কেটে ফেললে পরিবেশের যে ভয়াবহ ক্ষতি হবে তা কারোর অজানা নয়। স্বাভাবিকভাবেই প্রশাসনের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।
advertisement
advertisement
গাদিয়াড়া ক্রমশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। তাই রাস্তা সম্প্রসারণের প্রয়োজন পড়েছে। স্থানীয়রাও চান রাস্তা চওড়া করা হোক। কিন্তু পরিবেশকর্মীদের বক্তব্য, গাছগুলিকে বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণ হোক। প্রতিবাদীরা জানিয়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করে গাছ কাটার বিরুদ্ধে তাঁরা প্রতিবাদের সুর আরও জোরালো করবেন। এই পরিস্থিতিতে উলুবেরিয়া থেকে গাদিয়াড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 2:18 PM IST