TRENDING:

Ratha Yatra: অসুখ থেকে উঠে প্রভু যাবেন মাসির বাড়ি! তাই নাওয়া-খাওয়া নেই ওদের, কিন্তু কেন

Last Updated:

শেষ পর্বে এসে এখন মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কারণ এই মুহূর্তে মূর্তিগুলোয় চূড়ান্ত পর্বের রং করা ও রূপটান দেওয়ার কাজ হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ঘড়া ঘড়া জলে স্নান করে প্রভুর এখন কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। তাই ভাই-বোনের সঙ্গে এই মুহূর্তে অন্তরালে আছেন তিনি। ভক্তরা কেউ কাছে যেতে পারছে না। তবে প্রভুর সুস্থ হয়ে ওঠার সময় এসে গিয়েছে। ঠিক ধরেছেন, জগন্নাথ দেবের কথা বলা হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রায় ঘড়া ঘড়া জলে স্নান করার পর সুভদ্রা ও বলরামের সঙ্গে প্রভু জগন্নাথ দেব এই মুহূর্তে জ্বরে আক্রান্ত। আয়ুর্বেদিক পাচন ও বিভিন্ন ধরনের পথ্য ভোগ আকারে নিবেদন করে তাঁদের সেবাসুশ্রূষা চলছে। তাঁর সুস্থ হয়ে উঠে যে নব অভিষেক প্রক্রিয়া, আবার ভক্তদের দর্শন দেওয়া সেটাই হল রথযাত্রা উৎসব। রথের দিন ভাই-বোনকে নিয়ে প্রভু জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে যান গুণ্ডিচায় মাসির বাড়ি। তবে পুরীর রথযাত্রা উৎসব বিশ্ববিখ্যাত হলেও কোন‌ও অংশে পিছিয়ে নেই বাংলা। এখানে মাহেশ, ইসকন সহ বহু জায়গায় রথযাত্রা উৎসব হয়। তার মধ্যে বেশ কয়েকটি কয়েক শতাব্দী প্রাচীন। আগামী মঙ্গলবার এবারের রথযাত্রা উৎসব। সেই উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ততা চলছে মৃৎশিল্পীদের।
advertisement

আরও পড়ুন: টিকিট‌ই মোক্ষ! তাই সকালে এক দলে, বিকেলে অন্য দলের প্রার্থী

রথযাত্রা উৎসব মানে আমরা অনেকে শুধুই বড় বড় রথের কথা ভাবি। কিন্তু সেই রথের মধ্যে যে বড় বা ছোট জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি বসানো থাকে সেগুলো তৈরি করেন মৃৎশিল্পীরা। স্বাভাবিকভাবেই শেষ পর্বে এসে এখন মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কারণ এই মুহূর্তে মূর্তিগুলোয় চূড়ান্ত পর্বের রং করা ও রূপটান দেওয়ার কাজ হচ্ছে।

advertisement

View More

রথযাত্রার দিন শহরের পাশাপাশি গ্রামবাংলায় আজও বড় করে মেলা বসে। বহু টাকার ব্যবসা হয় এই দিন। বাঙালিরা, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। স্বাভাবিকভাবেই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। আর তাই মানুষের নজর কাড়তে সুসজ্জিত রথের পাশাপাশি তৈরি করা হয় দুর্দান্ত সব মূর্তি। নদিয়ার শান্তিপুরের চৌগাছার কুমোড় পাড়ায় এখন গেলে দেখতে পাবেন কারোর নাওয়া খাওয়ার সময় নেই। এই সময় মৃৎশিল্পীরাও একটু বেশি খেটে দুটো অতিরিক্ত পয়সা রোজগারের চেষ্টা করেন। যদিও তাঁরা জানালেন, এই বছর আগাম জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তির অর্ডার কম। যদিও তাঁরা সমস্ত প্রস্তুতিই রাখছেন। আশা শেষ পর্যন্ত সব মূর্তি বিক্রি হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Ratha Yatra: অসুখ থেকে উঠে প্রভু যাবেন মাসির বাড়ি! তাই নাওয়া-খাওয়া নেই ওদের, কিন্তু কেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল