আরও পড়ুন: খানাকুল থেকে পায়ে হেঁটে দার্জিলিঙে ‘গোলাপ সুন্দরী’, সঙ্গী বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা
নদিয়ার নবদ্বীপ থানার আইসির নেতৃত্বে একটি বাজির দোকানে হানা দেয় পুলিশ। আর তাতেই প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। শুক্রবার দুপুরের ঘটনা। নবদ্বীপ বড় বাজার সংলগ্ন একটি বাজির দোকানে প্রথম অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় বেশ কয়েক কিলো নিষিদ্ধ শব্দবাজি। এরপর নবদ্বীপ রাধাবাজার সংলগ্ন এলাকায় একটি বাজির দোকানে অভিযান চালানো হয়। দোকান মালিকের কথায় সন্দেহ হয় পুলিশের। এরপরই তল্লাশি চালানো হয় দোকানের গোডাউনে। সেখান থেকেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। দুটি দোকান থেকে অভিযান চালিয়ে মোট এক কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে নবদ্বীপ থানা। নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার অপরাধে দুটি দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
জেলা পুলিশ সূত্রে খবর, বেআইনি বাজি কারখানা তো বটেই, বিপদ এড়াতে বাজির দোকানগুলোতেও আগামী দিনে অভিযান চালানো হবে। কোনরকম নিষিদ্ধ বাজি নিয়ে কারবার করলে এবার আর রেওয়াত করা হবে না বলে জানা গিয়েছে। যার শুরু শুক্রবার দুপুরেই হয়ে গেল বলা চলে।
মৈনাক দেবনাথ