Hooghly News: খানাকুল থেকে পায়ে হেঁটে দার্জিলিঙে 'গোলাপ সুন্দরী', সঙ্গী বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা

Last Updated:

'গোলাপ সুন্দরী' দেবাশিস মুখোপাধ্যায় গত ৪ মে রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলির খানাকুলের রাধানগর গ্রাম থেকে দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা হন।

+
title=

হুগলি: বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম বন্ধের বার্তা ছড়িয়ে দিতে খানাকুল থেকে পায়ে হেঁটে দার্জিলিঙে পৌঁছলেন শিক্ষক। ‘গোলাপ সুন্দরী’ নামে খ্যাত খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়ের এই কাণ্ডে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে এর আগে তিনি বহুবার বহুরূপীর সাজ ধারণ করে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, সাধারণ মানুষ সকলকে সচেতন করার চেষ্টা করেছেন। সেই তাঁরই এটা আরেক নতুন প্রয়াস।
‘গোলাপ সুন্দরী’ দেবাশিস মুখোপাধ্যায় গত ৪ মে রাজা রামমোহন রায়ের জন্মস্থান হুগলির খানাকুলের রাধানগর গ্রাম থেকে দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা হন। তিনি গোটা পথটাই পায়ে হেঁটে শৈল শহরে গিয়ে পৌঁছন। বছরখানেক আগে একই উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাধারণ মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু শ্রম বন্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন।
advertisement
advertisement
তাঁর এই উদ্যোগ প্রসঙ্গে দেবাশিসবাবু জানান, পথ চলতে চলতে তিনি বহু সাধারণ মানুষকে পাশে পেয়েছেন। তাঁদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম বন্ধের কথা বোঝান। তাঁর মতে, অনেকেই বিষয়টি সম্বন্ধে সচেতন হয়েছেন। আগামী দিনেও তিনি এমন পদক্ষেপ বজায় রাখবেন বলে জানিয়েছেন গোলাপ সুন্দরী।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: খানাকুল থেকে পায়ে হেঁটে দার্জিলিঙে 'গোলাপ সুন্দরী', সঙ্গী বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement