TRENDING:

Nadia News: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হেলমেট উপহার দিল পুলিশ

Last Updated:

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ভীমপুর থানা থেকে বিনামূল্যে প্রায় ১৫০ জন মোটরবাইক আরোহীকে হেলমেট উপহার দেওয়া হয়। এই হেলমেট পেয়ে খুশি হন বাইক চালকরা। তাঁরা প্রতিশ্রুতি দেন, এরপর থেকে গাড়ি নিয়ে বাইরে বেরোলেই মাথায় হেলমেট পড়বেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ভীমপুর থানার উদ্যোগে পালন করা হল পথ নিরাপত্তা সপ্তাহ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষ্ণনগর ডিএসপি হেডকোয়ার্টার। উপস্থিত ছিলেন ভীমপুর থানার পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার্সরা।
advertisement

দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানো এবং অসচেতনভাবে রাস্তা পারাপারের জেরে পথ দুর্ঘটনা বাড়ছে। যা সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে বড় বিপদের মুখে। সেই কারণে প্রশাসন থেকে নানান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে নদিয়ার সর্বত্র।

advertisement

আরও পড়ুন: রঙ্গোলি এঁকে প্রথম হলেন কৃষ্ণনগরের সৌরাজ

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ভীমপুর থানা থেকে বিনামূল্যে প্রায় ১৫০ জন মোটরবাইক আরোহীকে হেলমেট উপহার দেওয়া হয়। এই হেলমেট পেয়ে খুশি হন বাইক চালকরা। তাঁরা প্রতিশ্রুতি দেন, এরপর থেকে গাড়ি নিয়ে বাইরে বেরোলেই মাথায় হেলমেট পড়বেন।

View More

এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরের মধ্যে দিয়ে প্রায় ২০০ জনের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই পুলিশের এই কর্মকাণ্ডে খুশি এলাকার সাধারণ মানুষ।

advertisement

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হেলমেট উপহার দিল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল