আরও পড়ুন: দিন্দার ময়নায় বিরল ছবি, শাসক-বিরোধীদের পদক্ষেপে অবাক হতে হবে বৈকি!
বুধবার নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ বিডিও অফিসে মূলত বাম ও তৃণমূল প্রার্থীরা ঢাক, কাঁসর নিয়ে সঙ্গী সাথীদের সঙ্গে মনোনয়ন জমা দিতে আসেন। প্রথম দিন থেকেই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ানোয় এদিন বিজেপির ভিড় ছিল তুলনায় অনেকটাই কম। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিডিও অফিস চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলে পুলিশ। রাজনৈতিক দলগুলি সমর্থকদের নিয়ে জমায়েতের চেষ্টা করলেও তা সরিয়ে দেওয়া হয়। প্রার্থী ও তাঁর প্রস্তাবক ছাড়া আর কাউকে বিডিও অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি।
advertisement
রাজ্যের অন্যান্য জায়গার মতো নবদ্বীপেও বুধবার প্রথম এবারের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করেন তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি মনোনয়ন জমা করার বিষয়ে সিপিএম প্রার্থীদের মধ্যেও উৎসাহ নজরে পড়েছে তবে কোনোরকম সংঘাত বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়নি। ব্লক প্রশাসনের আশা, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবারও নির্বিঘ্নেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।
মৈনাক দেবনাথ