Nadia: কৃষ্ণনগরে দীর্ঘদিনের নরকযন্ত্রণার মুক্তি! 'এখানে' জানাতেই সমাধান, খুশি সকলে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Amader Para Amader Samadhan: জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সর্বত্র অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে 'আমাদের পাড়া আমাদের সমাধান' শিবিরে দাবি জানিয়ে মিলল সমাধান। কৃষ্ণনগর ২ ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে শুরু হল নতুন কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: দীর্ঘদিনের নরকযন্ত্রণা থেকে গ্রামবাসীদের মিলল অবশেষে মুক্তি। জানা যায়, বেশ কয়েক বছর ধরেই বেহাল ছিল যাতায়াতের রাস্তা। জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সর্বত্র অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে দাবি জানিয়ে মিলল সমাধান। শুরু হল নতুন কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ। যার জেরে খুশি এলাকাবাসী।
কৃষ্ণনগর ২ ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে এরকমই কয়েকটি রাস্তা-সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজের সূচনা করা হয়। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নির্মাণ কার্যের সূচনা করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও নদিয়ার জেলা শাসক অনীশ দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত।
advertisement
আরও পড়ুনঃ গাছকে কষ্ট দিয়ে ব্যবসা বন্ধ! অরণ্য সুন্দরীকে রক্ষা করতে বড় সিদ্ধান্ত বনদফতরের, অমান্য করলে গুনতে হবে জরিমানা
জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ অক্টোবর জেলা জুড়ে হাজারো প্রকল্প বাস্তবায়নের সংকল্প নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এদিন নদিয়া জেলা জুড়ে রাস্তা, পথবাতি-সহ প্রায় ১৪২৭টি প্রকল্পের কাজ শুরু হল। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে এই প্রকল্পগুলির দাবি জানিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭৮৫টি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের লক্ষ্য নেওয়া হয়েছিল। এরমধ্যে ১৫৮৭টি শিবির সম্পন্ন হয়েছে। ওই শিবির থেকে ৬২৬৫টি প্রকল্পের প্রস্তাব পাশ হয়েছে। তার মধ্যে ৩৯৭৫টি প্রকল্পের টেন্ডার হয়ে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 20, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: কৃষ্ণনগরে দীর্ঘদিনের নরকযন্ত্রণার মুক্তি! 'এখানে' জানাতেই সমাধান, খুশি সকলে