Kali Puja: সাধক বামাখ্যাপার শিষ্যর বাড়ির কালীপুজো, দেখলে আজও ভক্তদের গায়ে কাঁটা দেয়! জানুন ইতিহাস

Last Updated:

Kali Puja: মাত্র ১২ বছর বয়স থেকেই তার তারাপীঠে যাতায়াত শুরু হয়, আর ৩০ বছর বয়সে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্রসাধনায় দীক্ষা গ্রহণ করেন

+
কালিপুজোয়

কালিপুজোয় শক্তি ও ভক্তির মিলন কৃষ্ণাশীষ রায়ের ৬৩ বছরের সাধনা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুর রায় বাড়ির কালিপুজোয় শক্তি ও ভক্তির মিলন কৃষ্ণাশীষ রায়ের ৬৩ বছরের সাধনা। নদিয়ার শান্তিপুরের অন্যতম রাধাকৃষ্ণের বিগ্রহ রায় বাড়িতে পুজিত হয় এক অনন্য কালীপুজো, যেখানে শক্তি আরাধনার পাশাপাশি বৈষ্ণব ভাবধারার রাধা-কৃষ্ণ পুজোও সমান গুরুত্ব পায়। ১৯৬২ সাল থেকে এই পুজোর নেতৃত্ব দিচ্ছেন কৃষ্ণাশীষ রায়, যিনি রায় বাড়িরই একজন শরিক। পিতা বিনয় কৃষ্ণ রায় রেলের চাকরিতে থাকাকালীন এই পুজোর সূচনা হয়েছিল।
ঠাকুরঘরে মা দক্ষিণা কালী বিগ্রহের সঙ্গে প্রতিষ্ঠিত আছেন বামাক্ষ্যাপার মূর্তি যিনি কৃষ্ণাশীষবাবুর আরাধ্য গুরু। যদিও তিনি স্বয়ং বামাক্ষ্যাপার সংস্পর্শে আসেননি, তবে বামাক্ষ্যাপার যোগ্য শিষ্যদের সান্নিধ্য পেয়েছিলেন ছোটবেলায়। মাত্র ১২ বছর বয়স থেকেই তার তারাপীঠে যাতায়াত শুরু, আর ৩০ বছর বয়সে পঞ্চমুণ্ডির আসনে বসে তন্ত্রসাধনায় দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তারাপীঠ যাতায়াত বন্ধ হলে শান্তিপুরের এই স্থানে শক্তির আরাধনা শুরু হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সেজে উঠেছেন নৈহাটির বড়মা…! এ বছর কত কোটি টাকার সোনা, রুপোর গয়নায় সাজলেন? দেব পাঠালেন বেনারসি
বর্তমানে এই মন্দিরে পাঁচটি স্থানে যজ্ঞ হয়, এবং প্রতিদিন নিত্যপুজো পালিত হয়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্ত আসেন এবং অনেকে কৃষ্ণাশীষবাবুর শিষ্যত্ব গ্রহণ করেন। দেবী এখানে দক্ষিণা কালী রূপে পুজিতা হন, কষ্টি পাথরের নির্মিত বিগ্রহে। কৃষ্ণাশীষ রায় ও তার স্ত্রী বর্তমানে একাই এই পুজোর দায়িত্ব পালন করেন। তিনি বলেন, “মা-ই আমার শক্তি, মা-ই আমার জীবন।” এদিন দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো ও যজ্ঞের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja: সাধক বামাখ্যাপার শিষ্যর বাড়ির কালীপুজো, দেখলে আজও ভক্তদের গায়ে কাঁটা দেয়! জানুন ইতিহাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement