Dev With Bike Ambulance Dada : ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র লড়াইয়ে পাশে দেব,নার্সিংহোমে জমিয়ে গল্প,রইল দারুণ ছবি
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : মানবসেবার প্রতীক ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা রাজ্য। সেই উদ্বেগের মধ্যেই মানবিকতার বার্তা নিয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে হাজির হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ ও টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। অপারেশনের পর করিমুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
advertisement
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ তারিখ জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন করিমুল হক। প্রথমে সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয় তাঁকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
কলকাতার নার্সিংহোমে ভর্তি হওয়ার পর গতকাল করিমুল হকের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে, অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এই আবহেই করিমুল হককে দেখতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। উল্লেখযোগ্যভাবে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’কে ঘিরে দেব পরিচালিত একটি ছবির পোস্টার গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রকাশ্যে আসে। ফেব্রুয়ারি মাসে সেই ছবির শুটিং শুরুর কথা রয়েছে। বাস্তব জীবনের এই লড়াকু চরিত্রের সঙ্গে দেবের ব্যক্তিগত যোগাযোগ এবং সহানুভূতি এই সাক্ষাৎকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এই কঠিন সময়ে করিমুল হকের পাশে শুরু থেকেই রয়েছেন ময়নাগুড়ির সমাজসেবী ডঃ নবিউল আলম, যাঁকে ‘গরিবের রবিনহুড’ বলেই চেনেন এলাকার মানুষ। চিকিৎসা থেকে শুরু করে পরিবারের মানসিক ভরসা—সব দিকেই তিনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন। করিমুল হকের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা জানাচ্ছেন অসংখ্য মানুষ। সকলের আশা, খুব শিগগিরই সুস্থ হয়ে আবার মানবসেবার পথে ফিরবেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য







