কৃষ্ণনগর ২ ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে এরকমই কয়েকটি রাস্তা-সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজের সূচনা করা হয়। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নির্মাণ কার্যের সূচনা করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও নদিয়ার জেলা শাসক অনীশ দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত।
advertisement
জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ অক্টোবর জেলা জুড়ে হাজারো প্রকল্প বাস্তবায়নের সংকল্প নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এদিন নদিয়া জেলা জুড়ে রাস্তা, পথবাতি-সহ প্রায় ১৪২৭টি প্রকল্পের কাজ শুরু হল। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে এই প্রকল্পগুলির দাবি জানিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭৮৫টি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের লক্ষ্য নেওয়া হয়েছিল। এরমধ্যে ১৫৮৭টি শিবির সম্পন্ন হয়েছে। ওই শিবির থেকে ৬২৬৫টি প্রকল্পের প্রস্তাব পাশ হয়েছে। তার মধ্যে ৩৯৭৫টি প্রকল্পের টেন্ডার হয়ে গিয়েছে।