Panchayat Election News: দিন্দার ময়নায় বিরল ছবি, শাসক-বিরোধীদের পদক্ষেপে অবাক হতে হবে বৈকি!

Last Updated:

পঞ্চায়েতের মনোনয়ন পেশ পর্বে আদর্শ গণতন্ত্রের উদাহরণ হয়ে থাকলো ময়না।

+
title=

পূর্ব মেদিনীপুর: কিছুদিন আগেই বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল ময়না। সরাসরি শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার পর্বে উল্টো ছবি দেখা গেল সেখানে। রাজ্যের অন্যত্র যখন মনোনয়ন পেশকে ঘিরে শাসক-বিরোধী সংঘর্ষ পরিচিত ছবি হয়ে উঠেছে, তখন ময়নায় শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস প্রার্থীরা।
একুশের বিধানসভা ভোটে ময়না থেকে জয়ী হন বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দা। তারপর থেকেই ময়না পুনরুদ্ধারে সক্রিয় হয়ে ওঠে তৃণমূল। তাছাড়াও এই পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। সবমিলিয়ে একাধিকবার উত্তপ্ত হয়েছে এই এলাকা। কিন্তু কিছুটা অবাক করেই পঞ্চায়েতের মনোনয়ন পেশ পর্বে আদর্শ গণতন্ত্রের উদাহরণ হয়ে থাকলো ময়না।
advertisement
advertisement
বুধবার এখানকার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এর আগে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু কেউ কাউকে আটকায়নি বা মনোনয়ন জমায় বাধা দেয়নি। এক বিরল সৌহার্দ্যের পরিবেশে এখানে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমার কাজ চলছে।
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election News: দিন্দার ময়নায় বিরল ছবি, শাসক-বিরোধীদের পদক্ষেপে অবাক হতে হবে বৈকি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement