Panchayat Election 2023: মনোনয়ন জমা দেওয়ার মাঝেই তৃণমূল ছাড়ার ঘোষণা পঞ্চায়েত সমিতির সভাপতির! নেত্রীর সিদ্ধান্তে মাথায় হাত শাসকদলের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
গত পাঁচ বছর নামকেওয়াস্তে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। দলেরই একাংশের চক্রান্তে তিনি সাধারণ মানুষের জন্য এই পাঁচ বছরে কোনও কাজ করতে পারেননি
হুগলি: পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলার মধ্যেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত পঞ্চায়েত সমিতির সভাপতির। আরামবাগের তৃণমূল নেত্রী ছন্দা বাগ দলেরই একাংশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বুধবার এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর মতো দাপটে নেত্রী হঠাৎ দল ছাড়ার কথা জানানোয় প্রচন্ড অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জিতে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন ছন্দা বাগ। তার আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর তিনি আরামবাগ থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন। ছন্দা বাগের অভিযোগ, জেলা পরিষদের সদস্য থাকাকালীন তিনি যথেষ্ট পরিমাণে মানুষের জন্য কাজ করতে পেরেছিলেন। কিন্তু গত পাঁচ বছর নামকেওয়াস্তে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। দলেরই একাংশের চক্রান্তে তিনি সাধারণ মানুষের জন্য এই পাঁচ বছরে কোনও কাজ করতে পারেননি বলে অভিযোগ করেন। এটাকেই দল ছড়ার মূল কারণ বলে জানান ওই তৃণমূল নেত্রী।
advertisement
advertisement
বুধবার ছন্দা বাগ জানিয়েছেন, মানুষের জন্য কাজ না করতে পারলে রাজনীতি করে কোনও লাভ নেই। তাই তিনি বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল ছাড়লেও বিজেপি বা অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে কিছু জানাননি। কিন্তু পঞ্চায়েত ভোটের ঠিকমুখে তাঁর মতো একজন নেত্রী দল ছাড়ার কথা জানানোয় ব্যাপক অস্বস্তিতে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। এই বিষয়ে শাসকদলের নেতারা কার্যতমুখে কুলুপ এঁটেছেন।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 5:57 PM IST