স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পালপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানের সামনে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে দোকানে ঢুকে গিয়ে উল্টে যায়। এর ফলে গুরুতর জখম হন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের চিত্র।
advertisement
দিনের পর দিন বেপরোয়া গাড়ি চালানোর ফলে বেড়েই চলেছে জাতীয় সড়কের দুর্ঘটনা। অতিরিক্ত গতি, ওভারটেকের প্রবণতা, ট্রাফিক নিয়ম অমান্য এবং মোবাইল ব্যবহারের মতো অসচেতন আচরণই দুর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছে প্রশাসন। বিশেষত এনএইচ-৩৪ এনএইচ-১২ সহ ব্যস্ততম জাতীয় সড়কগুলিতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
আরও পড়ুন: কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাসে শুধু নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতেই প্রায় শতাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সড়কে নজরদারি বৃদ্ধি, সিসিটিভি মনিটরিং এবং কড়া শাস্তির ব্যবস্থা না নিলে এই প্রবণতা রোধ করা কঠিন হবে। পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধির উপরও জোর দিচ্ছে প্রশাসন। জনগণকেও অনুরোধ করা হয়েছে, গতি নয়, নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে।