ফিরে আসার সময় একইভাবে অনুষ্ঠিত হবে উল্টোরথ। ৫৬ ভোগ ভোগ রন্ধন , সাত দিনের নতুন বেশভূষা,কীর্ত্তন দল সহ জগন্নাথ দেবের রথে চড়া, ভক্তবৃন্দদের রথের রশি টানা নিয়ে গ্রামাঞ্চল মেতে থাকেন এই কদিন। সেই উপলক্ষে বসে মেলা। উল্লেখ্য গত দুবছর করোনা মহামারীর কারণে সরকার থেকে জারি করা হয়েছিল একাধিক বিধিনিষেধ।
আরও পড়ুনঃ চোরের হাত থেকে স্কুলকে বাঁচালেন শিক্ষিকা, উপায় শুনলে তাজ্জব হয়ে যাবেন!
advertisement
সেই কারণে বিভিন্ন আচার অনুষ্ঠানের মত রথযাত্রা উৎসব ও সাড়ম্বরের সাথে পালন করা হয়ে ওঠেনি। তবে এবারের চিত্রটা অনেকটাই বদলেছে। গোটা দেশের সাথে পালন করা হচ্ছে রথযাত্রা উৎসব। রাজ্যের একাধিক ইসকন মন্দিরে এছাড়াও মহিষাদল এবং মাহেশের রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে মহাসমারহে।
আরও পড়ুনঃ রানাঘাট হাসপাতালে কিভাবে পালিত হল ন্যাশনাল ডক্টরস ডে! জানুন...
ভক্তের ঢল নেমেছে বিভিন্ন রাস্তায় রথ টানার জন্য। শুধু তাই নয় নেমেছে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের বানানো রথ গুলিও। একাধিক জায়গায় বসেছে রথের মেলাও। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে প্রায় দু বছর পরে রথ উৎসবে মেতে উঠেছে আপামর দেশবাসী।
Mainak Debnath