এর আগে ৮ মে ২০২৩ জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পকলায় গোল্ড মেডেল পেয়েছেন। শুধু রানাঘাট নয়, সম্ভবত নদিয়া জেলার ইতিহাসে এটাই প্রথম সরকারি গোল্ড মেডেল, যা একমাত্র রানাঘাটের সঞ্জু পেয়েছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিল্পকলায় গোল্ড মেডেল, নীরোদ বরণ মেমোরিয়াল ক্যাশ চেক, সঙ্গে সংশাপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
advertisement
আরও পড়ুন: উত্তরপাড়ায় আবাসন থেকে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে দেখভালের দায়িত্ব নিল পুলিশ
আরও পড়ুন: ৭ হাজারে শুরু! এখন দিনে ১৪ হাজার! এ কেমন ‘ফালতু চা’! মুখে দিলেই ভাইরাল!
এবার সঞ্জু বেঙ্গালুরুর পথে। আট জন বিখ্যাত প্রবীন চিত্রশিল্পীর পাশে তরুণ সঞ্জুও জায়গা পেলেন। সবথেকে ছোট যে, তাঁর ছবিও স্থান পেতে চলেছে কর্ণাটক চিত্রকলা পরিষদের প্রদর্শনী কক্ষে। আগামী ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জীবনে প্রথম এত বড় একটা মঞ্চে সুযোগ।
সঞ্জু বলেন, এর পর ফিরে এসে কলকাতায় দু’টি মণ্ডপের কাজ হাতে এসেছে। থিমের কাজ নিয়ে ব্যাস্ত থাকবেন। আঁকার পাশাপাশি বিগত চার বছর ধরে দুর্গাপুজোর জন্য নানা থিমের পরিকল্পনা করেন। সেগুলো প্রশংসিতও হয়েছিল। এই বছর কলকাতা দু’টি থিম পুজোর দায়িত্ব পেয়েছেন।
Mainak Debnath