Uttarpara police: উত্তরপাড়ায় আবাসন থেকে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে দেখভালের দায়িত্ব নিল পুলিশ

Last Updated:

Uttarpara police: ওই মহিলার ব্যাঙ্ক সংক্রান্ত একটা সমস্যা রয়েছে। তার ফলে রেখাদেবীর টাকা থাকা সত্ত্বেও তিনি তা ব্যবহার করতে পারছেন না। পুলিশ অবশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা সমস্যা মেটাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন।

+
অসহায়

অসহায় বৃদ্ধার সঙ্গে পুলিশ

হুগলি: উত্তরপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে একাকী এক বৃদ্ধা অসহায় ভাবে দিন কাটাচ্ছেন, এমনই খবর আসে উত্তরপাড়া থানায়। এরপরেই তৎপর হয়ে ওই বৃদ্ধাকে উদ্ধারে উদ্যোগ নেয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ‘স্পর্শ’ বিভাগের পুলিশ। উত্তরপাড়া থানার তরফ থেকে পুলিশরা দায়িত্ব ভার নেন ওই বৃদ্ধা মহিলার।
এই দিন সকালে উত্তরপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে আসেন উত্তরপাড়া থানার পুলিশ। একাকী বৃদ্ধার দেখভাল করার মতো পরিবারের কেউ নেই। পুলিশের পক্ষ থেকে তাঁর যাবতীয় দায়িত্বভার তুলে নেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য আগেই একটি বিশেষ বিভাগ তৈরি করেছিল চন্দননগর পুলিশ কমিশনারেট। যার নাম দেওয়া হয় ‘স্পর্শ’। উত্তরপাড়ার এক আবাসনে একাকী বয়স্ক মানুষদের পাশে দাঁড়ায় ওই সংস্থা। এর আগেও ‘স্পর্শ’ বিভাগের চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ অসহায় এক বৃদ্ধ ও বৃদ্ধাকে উদ্ধার করেছে।
advertisement
advertisement
এই উদ্যোগে চন্দননগর পুলিশ কমিশনারেটের ‘স্পর্শ’ বিভাগের উত্তরপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার কৃষ্ণধন চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওই বৃদ্ধার নাম রেখা চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি একা হয়ে যান। এরপর যিনি তাঁকে দেখাশোনা করতেন তিনি ব্যক্তিগত কাজে শহরের বাইরে থাকায় ওই বৃদ্ধা সমস্যায় পড়েন, এমনকি তাঁর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শারীরিক ভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় মানুষ বিষয়টি উত্তরপাড়ার থানায় পুলিশকে জানানোর পরই বিষয়টিতে আমরা হস্তক্ষেপ করি।’’
advertisement
পুলিশ সূত্রের খবর জানা, ওই মহিলার ব্যাঙ্ক সংক্রান্ত একটা সমস্যা রয়েছে। তার ফলে রেখাদেবীর টাকা থাকা সত্ত্বেও তিনি তা ব্যবহার করতে পারছেন না। পুলিশ অবশ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা সমস্যা মেটাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন।
যদিও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আবাসনের বাসিন্দা থেকে স্থানীয় মানুষ। তাঁদের মতে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামী দিনে আশা, পুলিশ প্রশাসন আরও এই ধরনের মানবিক কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Uttarpara police: উত্তরপাড়ায় আবাসন থেকে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে দেখভালের দায়িত্ব নিল পুলিশ
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement