TRENDING:

Nadia: সৌরবিদ্যুৎ চালিত সাইকেল বানিয়ে বাজিমাত করিমপুরের বাসিন্দার

Last Updated:

নিজের হাতেই একটি সৌর চালিত সাইকেল বানিয়ে ফেললেন নদিয়ার করিমপুরের বাসিন্দা চন্দন বিশ্বাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে। পেট্রোল ও ডিজেলের দাম অতিরিক্ত বাড়ার ফলে সবথেকে বিপদে পড়েছেন মধ্যবিত্ত মানুষেরা। অফিস, স্কুল কলেজ যাওয়ার জন্য গ্রামে-গঞ্জে কিংবা মফস্বলে দু-চাকার মোটরসাইকেল ব্যবহৃত হয় সবথেকে বেশি। তবে জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যদিনের কাজে যাওয়ার সময় পকেটে টান পড়ছে আমজনতার। বাধ্য হয়েই অনেকে বিকল্প উপায় খুঁজে বার করছেন। কেউ ব্যবহার করছেন পাবলিক ট্রান্সপোর্ট, কেউ বা ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকছেন।
advertisement

পাবলিক ট্রান্সপোর্ট অথবা ব্যাটারি চালিত গাড়িতেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে নিজের হাতেই একটি সৌর চালিত সাইকেল বানিয়ে ফেললেন নদিয়ার করিমপুরের বাসিন্দা চন্দন বিশ্বাস। কর্মসূত্রে তাঁকে প্রতিদিন যেতে হয় ১০ কিলোমিটার দূরে অফিসে। প্রতিদিনের অফিস যাতায়াতের ঝামেলা থেকে রেহাই পেতেই তিনি বর্তমানে নিজের হাতে বানানো সৌর চালিত সাইকেল চেপেই অফিস যাতায়াত করছেন।

advertisement

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে লালা-সহ ৪১ জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই

আরও পড়ুন: সস্তায় দিঘা বেড়ানোর দিন শেষ, হোটেলগুলির নতুন নিয়মে পর্যটকদের পকেটে পড়বে চাপ

সাইকেলের উপর তিনি লাগিয়েছেন আস্ত একটি সোলার প্যানেল। অফিস যাতায়াত করার সময় সোলার প্যানেল থেকে চার্জ হয়ে যায় ব্যাটারি। সেই কারণেই আলাদা করে চার্জ দিতে হয় না তাঁর সাইকেলে। আর তা থেকেই ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে চলে  সাইকেল। একবার পুরো চার্জে টানা ৬০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই সাইকেলে চেপে। এই সাইকেল দেখতে ইতিমধ্যেই ভিড় জমিছেন আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় মানুষেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঠিক যেন ভুবন বাদ্যকর! মিষ্টি সুরে বেচছেন তিলের খাজা, টাকা রোজগারও হচ্ছে দেদার
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: সৌরবিদ্যুৎ চালিত সাইকেল বানিয়ে বাজিমাত করিমপুরের বাসিন্দার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল