পাবলিক ট্রান্সপোর্ট অথবা ব্যাটারি চালিত গাড়িতেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে নিজের হাতেই একটি সৌর চালিত সাইকেল বানিয়ে ফেললেন নদিয়ার করিমপুরের বাসিন্দা চন্দন বিশ্বাস। কর্মসূত্রে তাঁকে প্রতিদিন যেতে হয় ১০ কিলোমিটার দূরে অফিসে। প্রতিদিনের অফিস যাতায়াতের ঝামেলা থেকে রেহাই পেতেই তিনি বর্তমানে নিজের হাতে বানানো সৌর চালিত সাইকেল চেপেই অফিস যাতায়াত করছেন।
advertisement
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে লালা-সহ ৪১ জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই
আরও পড়ুন: সস্তায় দিঘা বেড়ানোর দিন শেষ, হোটেলগুলির নতুন নিয়মে পর্যটকদের পকেটে পড়বে চাপ
সাইকেলের উপর তিনি লাগিয়েছেন আস্ত একটি সোলার প্যানেল। অফিস যাতায়াত করার সময় সোলার প্যানেল থেকে চার্জ হয়ে যায় ব্যাটারি। সেই কারণেই আলাদা করে চার্জ দিতে হয় না তাঁর সাইকেলে। আর তা থেকেই ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে চলে সাইকেল। একবার পুরো চার্জে টানা ৬০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই সাইকেলে চেপে। এই সাইকেল দেখতে ইতিমধ্যেই ভিড় জমিছেন আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্থানীয় মানুষেরা।
Mainak Debnath