সেই কারণে একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। শুধু স্বেচ্ছাসেবী সংস্থায়ী নয় বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার জেলার বিভিন্ন থানায় করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।
আরও পড়ুন: খেলার বদলে 'এই' সব কাজে ব্যবহার করা হচ্ছে খেলার মাঠ! বিক্ষোভ স্থানীয়দের
advertisement
রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করেন। তার প্রধান কারণ সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকেই অসুস্থ বোধ করেন।
এছাড়াও অতিরিক্ত গরমের কারণে রক্ত সংগ্রহ করে সেটি আদান-প্রদান করাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণেই নবদ্বীপে বেশ কিছু যুবক-যুবতীরা মিলে নিলেন এক মহান উদ্যোগ।
আরও পড়ুন: আচারের মেলা! স্বাদ বদলাতে যাবেন না কি এই মেলায়? জেনে নিন কোথায় বসে এমন মেলা
নবদ্বীপের বেশ কিছু যুবক-যুবতীরা মিলে একটি সংগঠন চালায় যার নাম 'ইয়ুথ অফ বেঙ্গল'। সেই সংগঠনের সমস্ত যুবক-যুবতীরা এর আগেও একাধিকবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। অতিরিক্ত গরমের কারণে, রক্তদান শিবির না করে তারা সিদ্ধান্ত নেয় সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদাতা রক্ত দিয়ে আসবেন।
বিগত বেশ কয়েকদিন ধরে তারা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে সরাসরি গিয়ে সেখানেই নিজেদের রক্ত স্বেচ্ছায় দান করছেন। তাদের এই মহান উদ্যোগ অন্যদের সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিতে উৎসাহ দেব।
Mainak Debnath