অভিযোগ, রানাঘাট মহাকুমা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ওই সদ্যোজাত শিশুটিকে অন্য একটি পরিবারের হাতে তুলে দেয় আর্থিক লেনদেনের মাধ্যমে। স্বাভাবিকভাবেই এই অভিযোগের ভিত্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানাঘাট মহাকুমা হাসপাতালে। এবং রানাঘাট মহাকুমা শাসকের কাছে রানাঘাট হাসপাতালে সুপারিনটেনডেন্ট এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরপর চাইল্ড লাইনের সূত্র মারফত জানা যায় ওই বাচ্চাটিকে অবৈধভাবে রেখে দিয়েছিল এক পরিবার তাদের কাছে ছিল না কোন বৈধ কাগজপত্র। ওই পরিবারের থেকে বাচ্চাটিকে সিডব্লিউসি এর অনুমতি সাপেক্ষে হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে চাইড লাইনের আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: সিনেমার মতো! স্ত্রীর সিঁদুর মুছে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী! রয়েছে তিন বছরের সন্তানও!
যদিও রানাঘাট মহাকুমা হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রহ্লাদ হালদার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং তিনি জানান, 'ওই ভদ্র মহিলা সন্তান প্রসব করার পর তিনি তার সন্তানকে নিতে অস্বীকার করেন, এরপর আমরা চাইল্ডলাইনে ফোন করে জানাই। কিন্তু ঠিক তার একদিন পরেই ওই ভদ্র মহিলা আবার জানান তিনি তার বাচ্চাকে নিয়ে যেতে চান। তখন পুনরায় চাইল্ড লাইনকে চিঠি দিয়ে জানানো হয়। তখন আমরা ওই ভদ্র মহিলার হাতে পুনরায় তার সন্তানকে ফিরিয়ে দিয়ে তাকে ছুটি করে দিই '। যদিও আর্থিক লেনদেনের মাধ্যমে বাচ্চাকে অন্য পরিবারের হাতেতুলে দেওয়া বিষয়টি সম্বন্ধে তাকে প্রশ্ন করলে তিনি জানান এ বিষয়ে তার কিছু জানা নেই। সম্পূর্ণ ঘটনার তথ্য শুরু করেছে রানাঘাট প্রশাসন।
Mainak Debnath