মৎস্যজীবীদের দাবি অনুযায়ী সকালে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা ফের দেখতে পান জলের মধ্যে কুমির। আতঙ্কের জাল জলে ফেলেই তৎক্ষণাৎ নৌকো নিয়ে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। যদিও কুমিরের ছবি ধরা পড়েনি কোন ক্যামেরায় এখনও পর্যন্ত। তবে মৎজীবীদের কথা অনুযায়ী মাছ ধরতে গিয়েই জলের মধ্যে তারা দেখতে পান একটি কুমিরকে।
আরও পড়ুন- বেড়া দেওয়া নিয়ে বিবাদ, শোধ নিতে জমির ফসল গবাদি পশু দিয়ে খাইয়ে দিল পাড়ার ক্লাব!
advertisement
আরও পড়ুন- ২৫০ বছরের প্রাচীন শীতলা মন্দির! রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি! পুজোর গল্প অবাক করবে
সূত্রের খবর নদিয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায় মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে, তখনই তাদের নজরে আসে কুমির। যার ফলে আতঙ্কে অনেকেই আর যায়নি মাছ ধরতে। মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকাতে দেখা গিয়েছে কুমির। ফের নজরে আসায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। তবে এই ঘটনায় খবর দেওয়া হয়েছে বনদফতরকে। এদিন সকাল থেকেও কুমিরের আতঙ্কেই ভাগীরথীতে মাছধরা বন্ধ রেখেছে মৎস্যজীবীরা।
Mainak Debnath