সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের প্রথম রাষ্ট্রপতির বিজয় উদযাপন করলেন। সেখানে উপস্থিত ছিলেন তপশিলি সম্প্রদায়ের জেলা সভাপতি জেলা নেতৃত্ববৃন্দ। ঢোল ও মাদলের তালে নাচ-গান অনুষ্ঠান করা হয় এবং তার পাশাপাশি গ্রামে আদিবাসীদের একটি শোভাযাত্রা বের করা হয়। আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত সকল আদিবাসী সম্প্রদায়।
আরও পড়ুনঃ মাত্র দু'বছর বয়সী প্রিয়জিৎ প্রতিবেশীদের কাছে বিস্ময় শিশু
advertisement
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীবৃন্দ। আদিবাসী সম্প্রদায়ের একটাই কথা, আজ তাদের ঘরের মেয়ে জাতির মেয়ে রাষ্ট্রপতি হয়েছেন তাই এবার তাদের মনে হয় একটু সুরাহা হবে। সব মিলিয়ে বলতে গেলে এই রাষ্ট্রপতি নির্বাচনে খুশি সকল আদিবাসীরা। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মু দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। তিনি তার ভাষনে বলেন, \"আমি দেশের রাষ্ট্রপতি হওয়া প্রথম ব্যক্তি যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন।\"
আরও পড়ুনঃ অনেক হয়েছে সতর্কবার্তা! এবার ফাইন করতে নামলেন পুরসভার আধিকারিকেরা
স্বাভাবিকভাবেই দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় খুশি জেলার আদিবাসী মানুষেরা। নদিয়া জেলার একাধিক গ্রামে আদিবাসী নাচ গানে মাতলেন ছেলেমেয়েরা। আর তাই দেখতে ভিড় করে দাঁড়ালেন বহু মানুষ। আদিবাসী শ্রেণীর মানুষেরা আশা করছেন দেশের নতুন রাষ্ট্রপতি তাদের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন।
Mainak Debnath