এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপির কর্মীবৃন্দ। আদিবাসী সম্প্রদায় একটাই কথা আজ তাদের ঘরের মেয়ে জাতির মেয়ে রাষ্ট্রপতি হয়েছেন এবার তাদের মনে হয় একটু সুরাহা হবে। সব মিলিয়ে বলতে গেলে এই রাষ্ট্রপতি নির্বাচনে খুশি সকল আদিবাসী।
আরও পড়ুনঃ শিক্ষকদের উদ্যোগেই স্কুলে এল নতুন কম্পিউটার, খুশি পড়ুয়ারা
advertisement
তিনি তার ভাষণে বলেন, \"আমি দেশের রাষ্ট্রপতি হওয়া প্রথম ব্যক্তি যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন।\" স্বাভাবিকভাবেই দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় খুশি জেলার আদিবাসী মানুষেরা। নদীয়া জেলার একাধিক গ্রামে দিন আদিবাসী নাচ গানে মাতলেন ছেলেমেয়েরা।
আরও পড়ুনঃ টেন্ডারের টাকা পেয়ে গেলেও নিকাশী নালা তৈরি না হওয়ার অভিযোগ
আর তাই দেখতে ভিড় করে দাঁড়ালেন একাধিক মানুষজন। আদিবাসী শ্রেণীর মানুষের আশা করছেন দেশের নতুন রাষ্ট্রপতি তাদের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন।
Mainak Debnath