Nadia: শিক্ষকদের উদ্যোগেই স্কুলে এল নতুন কম্পিউটার, খুশি পড়ুয়ারা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
প্রাথমিকেই কম্পিউটার, গোটা বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিকে পথ দেখাচ্ছে নদিয়ার শান্তিপুর থানার প্রত্যন্ত গ্রামের অন্তর্গত কন্দখোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়।
#নদিয়া : প্রাথমিকেই কম্পিউটার, গোটা বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিকে পথ দেখাচ্ছে নদিয়ার শান্তিপুর থানার প্রত্যন্ত গ্রামের অন্তর্গত কন্দখোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। এদিন ফিতে কেটে কম্পিউটারের শুভ উদ্বোধন করেন শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর অরূপ রতন দাস। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যুগের অনেকটাই পরিবর্তন ঘটেছে। বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে কম্পিউটার এবং প্রযুক্তিবিদ্যার শিক্ষা। সবকিছুতেই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এর শিক্ষক প্রতিম সেন বলেন, এখন প্রতিটা কাজে ক্ষেত্রেই কম্পিউটার জানা খুব জরুরী সেই কারণেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার জানাটাও অন্যতম গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে।
সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের সামান্য জ্ঞান কম্পিউটার সম্বন্ধে অর্জন করানো যায় তাহলে তাদের খুব সুবিধা হবে। মূলত সেই কথা মাথায় রেখে কোন রকম সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের উদ্যোগেই প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন নন্দী বলেন, এটা খুব ভালো উদ্যোগ।
advertisement
আরও পড়ুনঃ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় নাচে গানে মাতলেন আদিবাসীরা
তার কারণ প্রাথমিক স্তর থেকেই যদি ছাত্রছাত্রীরা কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আগামী দিনে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি তিনি এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। তবে গন্ধ খোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় এর এই উদ্যোগ আগামী দিনে গোটা রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয় পথ দেখায় কিনা সেটাই দেখার।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
July 25, 2022 6:34 PM IST