Nadia: দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় নাচে গানে মাতলেন আদিবাসীরা

Last Updated:

ভারতবর্ষের নবনির্বাচিত প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ উল্লাসে আদিবাসী সম্প্রদায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে দ্রৌপদী মুর্মু।

+
title=

#নদিয়া : ভারতবর্ষের নবনির্বাচিত প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ উল্লাসে আদিবাসী সম্প্রদায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে দ্রৌপদী মুর্মু। সোমবার তিনি ভারতের নতুন রাষ্ট্রপতি হয়ে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণের পরে তিনি সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দিলেন এবং তার পর থেকেই সকল আদিবাসী সম্প্রদায় আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারই এক চিত্র দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর উত্তরের অন্তর্গত চাঁদপুর আদিবাসী এলাকায়। এদিন বিকাল চারটা নাগাদ ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর আদিবাসী গ্রামেএক আদিবাসী শোভাযাত্রা বের হয়। আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত সকল আদিবাসী সম্প্রদায়।
এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপির কর্মীবৃন্দ। আদিবাসী সম্প্রদায় একটাই কথা আজ তাদের ঘরের মেয়ে জাতির মেয়ে রাষ্ট্রপতি হয়েছেন এবার তাদের মনে হয় একটু সুরাহা হবে। সব মিলিয়ে বলতে গেলে এই রাষ্ট্রপতি নির্বাচনে খুশি সকল আদিবাসী।
advertisement
advertisement
তিনি তার ভাষণে বলেন, \"আমি দেশের রাষ্ট্রপতি হওয়া প্রথম ব্যক্তি যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন।\" স্বাভাবিকভাবেই দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় খুশি জেলার আদিবাসী মানুষেরা। নদীয়া জেলার একাধিক গ্রামে দিন আদিবাসী নাচ গানে মাতলেন ছেলেমেয়েরা।
আরও পড়ুনঃ টেন্ডারের টাকা পেয়ে গেলেও নিকাশী নালা তৈরি না হওয়ার অভিযোগ
আর তাই দেখতে ভিড় করে দাঁড়ালেন একাধিক মানুষজন। আদিবাসী শ্রেণীর মানুষের আশা করছেন দেশের নতুন রাষ্ট্রপতি তাদের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন।
advertisement
 
 
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় নাচে গানে মাতলেন আদিবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement