TRENDING:

Nadia Book Fair: বইপ্রেমীদের জন্য সুখবর! আকর্ষণীয় ছাড়ে বইয়ের সম্ভার এই বইমেলায়

Last Updated:

Nadia Boof Fair: আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা।  বইমেলার আকর্ষণ গড়ে তোলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০টি স্টল বসানো হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: বইপ্রেমীদের কাছে সুখবর। অবশেষে শুরু হয়ে গেল নদিয়া জেলা বইমেলা। জানা যায় শান্তিপুর লাইব্রেরির মাঠে শুরু হয়ে গেল ৩৮ তম নদিয়া বইমেলা। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন শান্তিপুরে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী-সহ একাধিক অতিথি।
নদিয়া বইমেলায় উপস্থিত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
নদিয়া বইমেলায় উপস্থিত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
advertisement

এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।  আগামী দিনে  গ্রন্থাগারে নিয়োগের আশ্বাস দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই প্রথম শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হল ৩৮ তম নদিয়া বইমেলা। বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, এর পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করেন। যদিও বিগত বছরগুলিতে নদিয়া বইমেলা নদিয়ার কৃষ্ণনগরে হয়ে এসেছিল, এই প্রথম শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ শুরু হল নদিয়া বইমেলা।

advertisement

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের পরই মুনাফার লোভে আগন্তুকদের ভিড় ধ্বংসস্তূপের মাঝে মূল্যবানের খোঁজে

ইতিমধ্যেই বইমেলায় ভিড় শুরু হয়েছে আগত বইপ্রেমীদের। শুধু শান্তিপুর থেকেই নয় এই বইমেলায় হাজির হচ্ছে দূরদূরান্ত থেকে একাধিক বইপ্রেমী মানুষজন। বইয়ের স্টলের পাশাপাশি মাঠের এক ধারে করা হয়েছে সাংস্কৃতিক মঞ্চ। যেখানে প্রতিদিন একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বইমেলায় আগত সমস্ত মানুষদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের আগেই সমবায় সমিতির নির্বাচন,পাখির চোখ রাজনৈতিক দলগুলির 

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলার আকর্ষণ গড়ে তোলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০টি স্টল বসানো হয়েছে, বইমেলার উদ্বোধনের পরেই শান্তিপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা মেলায় ভিড় জমিয়েছে। তবে মেলা উদ্বোধনীর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ। এই শোভাযাত্রায় শান্তিপুরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।  বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia Book Fair: বইপ্রেমীদের জন্য সুখবর! আকর্ষণীয় ছাড়ে বইয়ের সম্ভার এই বইমেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল