Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের আগেই সমবায় সমিতির নির্বাচন,পাখির চোখ রাজনৈতিক দলগুলির 

Last Updated:

Rural Bengal: মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় যার কারণে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।

+
সমবায়

সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদঃ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সমবায় সমিতির নির্বাচনে সেমি ফাইনাল খেলতে নামল বিভিন্ন রাজনৈতিক দল। দীর্ঘ পাঁচ বছর ধরে সমবায় সমিতি পরিচালনা হলেও মেয়াদ উত্তীর্ণ কারণে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি।
এ বার হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত নতুনগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন নিয়ে মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল সহ বিরোধী দল। মোট ২৮টি আসনে ১৩২জন শাসকদল তৃণমূল সহ কংগ্রেস ও সিপিএম মনোনয়ন পত্র জমা দিল। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় যার কারণে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুন : অগ্নিকাণ্ডের পরই মুনাফার লোভে আগন্তুকদের ভিড় ধ্বংসস্তূপের মাঝে মূল্যবানের খোঁজে 
নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। মূলত, কৃষি সমবায় সমিতির ফলে উপকৃত হন এলাকার প্রান্তিক কৃষকরা। কৃষকদের কথা মাথায় রেখে গ্রামীণ এলাকায় পরিচালিত হয় কৃষি সমবায় সমিতি। কিন্তু দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতির নির্বাচন হয়নি। এ বার সেই নির্বাচনে এগিয়ে এল রাজ্যে সরকার।
advertisement
advertisement
আরও পড়ুন :  ভিড়ে ঠাসা বর্ধমান রেল স্টেশনে হঠাৎই অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রীরা
আগামী ৮ জানুয়ারি কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হবে। ৮ জানুয়ারি নির্বাচনের পরেই ভোট গণনা করা হবে। তবে কে জিতবেন এবং কে ডিরেক্টর হবেন, তা নির্ধারণ করবে এলাকার কৃষক ভোটাররা। প্রায় ছয় হাজার ভোটার আছে, যাদের ভোটেই নির্বাচিত হবেন রাজনৈতিক দলের সদস্যরা। পরিচালনা করবেন কৃষি সমবায় সমিতি। কৃষি সমবায়ের পক্ষ থেকে চাষিদের ঋণ-সহ একাধিক বিষয় নিয়ে চাষিরা উপকৃত হন তার জন্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পঞ্চায়েত নির্বাচনের আগেই সমবায় সমিতির নির্বাচন,পাখির চোখ রাজনৈতিক দলগুলির 
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement