ভিড়ে ঠাসা বর্ধমান রেল স্টেশনে হঠাৎই অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রীরা

Last Updated:

Burdwan Railway Station: আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় বর্ধমান রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে

বুধবার সন্ধ্যায় বর্ধমান রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে
বুধবার সন্ধ্যায় বর্ধমান রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে
বর্ধমান : শীতের সন্ধ্যায় হঠাৎই আগুন। তাও আবার যাত্রীঠাসা রেল স্টেশনে। ঠিক সেই সময় এসে দাঁড়ায় একটি লোকাল ট্রেন। আগুন দেখে চালক সেই ট্রেন আরও এগিয়ে নিয়ে যান। আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় বর্ধমান রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ রেল স্টেশনের একটা অংশ বিদ্যুত হীন ছিল।
বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের ইলেকট্রিকের জয়েন্ট বক্সে এই আগুন লাগে। আগুনকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় হঠাৎই এই আগুন লাগে। দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের শেডের নীচে ইলেকট্রিকের একটি জয়েন্ট বক্স রয়েছে। সেই জয়েন্ট বক্সেই আচমকাই আগুন লেগে। এরপরই প্ল্যাটফর্মে  থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
advertisement
আরপিএফ ও জিআরপি এলাকাটিকে ঘিরে প্ল্যাটফর্মের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
advertisement
আরও পড়ুন : কলকাতা মেডিক্যাল কলেজে এ বার আমরণ অনশনে হবু চিকিৎসকদের সঙ্গে বসবেন তাঁদের বাবা মায়েরাও
রেলযাত্রীরা জানিয়েছেন,রেল স্টেশনের আরপিএফ পোস্টের উল্টোদিকে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে শেডের নিচে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ। আগুন লাগার ঠিক আগেই হাওড়া-বর্ধমান ৩৬৮৩৩ আপ লোকাল দু নম্বর স্টেশনে এসে থামে। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে বেরোবার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিকের বক্সে তারে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আরপিএফ এবং জিআরপি এর অফিসারেরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাটি ঘিরে দেয়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় স্টেশনের অধিকাংশ বিদ্যুৎ সংযোগ। ফলে মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় বর্ধমান রেল স্টেশনের বেশ কিছু অংশ। পরে অগ্নি নির্বাপক গ্যাস ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে স্টেশন সূত্রে জানা গেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিড়ে ঠাসা বর্ধমান রেল স্টেশনে হঠাৎই অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement