কলকাতা মেডিক্যাল কলেজে এ বার আমরণ অনশনে হবু চিকিৎসকদের সঙ্গে বসবেন তাঁদের বাবা মায়েরাও

Last Updated:

Calcutta Medical College and Hospital: এখনও আন্দোলনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্ররা

এখনও আন্দোলনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্ররা
এখনও আন্দোলনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্ররা
কলকাতা : ছাত্র স‌ংসদ বা স্টুডেন্ট ইউনিয়ন  নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখনও আন্দোলনে অনড় কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনকারী ছাত্ররা। গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসেন সেখানকার পাঁচ ছাত্র। তাঁদের মধ্যে এক ছাত্র গত সোমবার গুরুতর অসুস্থ হয়ে মেডিক্যাল কলেজেরই ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তবে সেইদিন থেকে আরও দুই ছাত্র এই অনশনে শামিল হন।
টানা সাত দিন হতে চলল এই অনশন, শারীরিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এ বার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের রেশ আরও বাড়াতে বৃহস্পতিবার অভিভাবকদের  প্রতীকী অনশনের ডাক দিলেন আন্দোলনকারী ছাত্ররা। এর পাশাপাশি বিক্ষোভরত ছাত্ররা শনিবার একটি নাগরিক কনভেনশনের ডাক দিয়েছে তাদের আন্দোলনের সমর্থনে।
প্রসঙ্গত ছাত্র সংসদ ভোটের দাবিতে গত বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল কলকাতা মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসক ছাত্রদের একাংশ।
advertisement
advertisement
প্রসঙ্গত ২২ ডিসেম্বর ছাত্র সংসদের ভোট করবে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ প্রথমে জানালেও পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি লাগবে বলে জানান। আর এর পরেই চিকিৎসক ছাত্রদের একটি বড় অংশ গত সপ্তাহের সোমবার থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার-সহ কলেজ কাউন্সিলের সদস্যদের ঘেরাও করে। পরবর্তীতে ঘেরাও প্রত্যাহার করলেও অবিলম্বে ছাত্র সংসদ করানোর দাবিতে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসে ছাত্ররা। এরই মাঝে স্বাস্থ্যসচিব নারায়নস্বরূপ নিগম স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী হাসপাতালে এসে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ছাত্রদের অনশন তুলতে আবেদন করেন।
advertisement
আরও পড়ুন : অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
সোমবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাসপাতালে এসে ছাত্রদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ জানান। তবে আন্দোলনকারী ছাত্ররা পরিষ্কার জানিয়ে দেন অবিলম্বে ছাত্র সংসদের ভোট করাতে হবে, না হলে কলেজের পঠনপাঠনের পরিবেশ নষ্ট হচ্ছে। বুধবার দুপুরে মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা হয়ে আবার মেডিক্যাল কলেজ পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন আন্দোলনকারী ছাত্ররা। এই মিছিলে কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজ গুলি-সহ প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন :  রানির এই সঙ্কটে আরও একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ
আন্দোলনকারী ছাত্রদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে অভিভাবকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু হবে। প্রশাসন এবং কর্তৃপক্ষের তরফ‌ে সংসদ নির্বাচনের তারিখ স্থির না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। রাজ্য সরকার গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে চাইছে না বলে অভিযোগ তুলে তারা জানাচ্ছেন, রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়েই অবিলম্বে গণতন্ত্র বজায় রাখার জন্য ছাত্র সংসদের ভোট করাতে হবে। রাজ্য সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে দীর্ঘকাল ধরে ইউনিয়ন ভোট করছে না বলেও  অভিযোগ তোলেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা মেডিক্যাল কলেজে এ বার আমরণ অনশনে হবু চিকিৎসকদের সঙ্গে বসবেন তাঁদের বাবা মায়েরাও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement