রানির এই সঙ্কটে আরও একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ

Last Updated:

Kolkata International Film Festival 2022: রানি মুখোপাধ্যায় ১৫ তারিখ বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় কিং খানের চার্টার্ড ফ্লাইটে আসছেন। দু’জন থাকছেনও শহরের একই পাঁচতারা হোটেলে

দুজনের পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর
দুজনের পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর
কলকাতা : ১৫ তারিখ নেতাজি ইন্ডোরে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। কে নেই সে মঞ্চে? বিগ বি, অমিতাভ বচ্চন থেকে শুরু করে  বলিউডের বাদশা শাহরুখ খান। রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, সুধীর মিশ্র, অরিজিৎ সিং-সহ বহু বিশিষ্টজনেরা হাজির হচ্ছেন এ বছরের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে।
সূত্রের খবর, রানি মুখোপাধ্যায় ১৫ তারিখ বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় কিং খানের চার্টার্ড ফ্লাইটে আসছেন। দু’জন থাকছেনও শহরের একই পাঁচতারা হোটেলে। তবে ফেরার পথে রানি মুখোপাধ্যায় একাই ফিরছেন ১৫ তারিখ, রাত ৮.৪০-এ এক প্রাইভেট এয়ারওয়েজে। শাহরুখ- রানি শুধুমাত্র বলিউডের সহকর্মী নন বা একে অপরের ছবির নায়ক, নায়িকাই নন। দুজনের পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। তাই রানির এই সঙ্কটে আরও একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ।
advertisement
আরও পড়ুন : অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
দিদা আরতি রায়ের মৃত্যুর পর রানি প্রথমবার কলকাতায় আসছেন। এখন মাসি দেবশ্রী রায় ও অন্যান্য পারিবারিক সদস্যদের সঙ্গে রানি সাক্ষা‍ত করেন কি না, সেটাই দেখার। যদিও তাঁর হাতে সময় খুবই অল্প ১৫ তারিখ রাতেই মুম্বই ফিরছেন রানি।
advertisement
advertisement
আরও পড়ুন :  ফেস ওয়াশ ব্যবহারের সময় সঠিক নিয়ম মানছেন তো? নইল কিন্তু হিতে বিপরীত
দু'বছরের করোনা আতঙ্ক কাটিয়ে এ বছর আবারও বড় ক্যানভাসে হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪২ টি দেশের ১৮৩ টি ছবি দেখানো হবে এই ফেস্টিভ্যালে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিশিষ্ট সব ব্যক্তিত্বরা একদিকে যেমন মঞ্চে উপস্থিত থাকবেন অন্যদিকে বাংলারও শিল্পীরা এদিন উৎসবের মঞ্চ আলোকিত করবে। অমিতাভ বচ্চন উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন সকালে ফিরে গেলেও জয়া বচ্চন দু’দিন কলকাতায় থাকছেন। তিনি ১৭ তারিখ দুপুরে ফিরবেন। এ বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে অমিতাভ- জয়া অভিনীত ঋষিকেশ মুখোপাধ্যায়ের ' অভিমান'।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রানির এই সঙ্কটে আরও একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement