অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট

Last Updated:

Kolkata International Film Festival 2022: আজ বিকেল ৪ টে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ফাইল ছবি)
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ফাইল ছবি)
কলকাতা : আর মাত্র হাতে গোনা কয়েক ঘণ্টা।আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে কার্যত বসছে চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি শাহরুখ খান,সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়,কুমার শানু, অরিজিত সিং-ও উপস্থিত থাকবেন মঞ্চে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালে এবার সরাসরি উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানরা। নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরেই কলকাতা এসে পৌঁছবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শাহরুখ খানরা। তিন বছর পর জাঁকজমকপূর্ণভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে।
advertisement
advertisement
আরও পড়ুন :  সপ্তাহান্তে কি জাঁকিয়ে শীত পড়বে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।এবারের ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জানানো হচ্ছে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়ে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত "অভিমান"। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত এই ছবি ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন :  মিলেনিয়াম পার্কে ঢুকতে গেলে লাগবে না কোনও প্রবেশমূল্য! কবে থেকে? বিরাট সিদ্ধান্ত পুরসভায়
৪২ টি দেশের মোট ১০৭৮ টি ছবি প্রদর্শিত হবে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে।এর আগে ২০২২ সালে অতিমারি পরিস্থিতির জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন শাহরুখ খান। জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তার সংস্থার ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে পারেন। মূল মঞ্চে এই তারকাদের পাশাপাশি টলিউড থেকেও একাধিক তারকারও হাজির থাকার কথা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন।সবমিলিয়ে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জাঁকজমকপূর্ণভাবে যে হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement